“আমরা চাইলে ধ্বংস করে দিতে পারি কিন্তু…?”-চিনের উপর ২০০ শতাংশ শুল্কর হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে এবার চিনের ওপরও নতুন করে বাণিজ্যিক চাপ বাড়ালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি হুমকি দিয়েছেন যে, চিন যদি আমেরিকাকে পর্যাপ্ত পরিমাণে দুর্লভ চুম্বক রপ্তানি না করে, তাহলে তার ওপর ২০০% শুল্ক চাপানো হবে। ট্রাম্প আরও দাবি করেছেন, আমেরিকা চাইলে চীনকে ধ্বংস করে দিতে পারে, তবে তিনি সেই পথে হাঁটতে চান না।

সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘চিনের কাছে কিছু অস্ত্র আছে, আমাদের কাছেও আছে। কিন্তু আমি সেগুলো ব্যবহার করতে চাই না। কারণ আমি যদি তা করি, তাহলে চিন ধ্বংস হয়ে যাবে।’

বিশ্বে দুর্লভ চুম্বকের সবচেয়ে বড় উৎপাদক দেশ হলো চিন। এই চুম্বক আমেরিকার প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হয়। ট্রাম্প আশঙ্কা করছেন, বাণিজ্যিক টানাপোড়েনের কারণে চিন এই খনিজটির রপ্তানি বন্ধ করে দিতে পারে। এই আশঙ্কার কারণেই তিনি বলেন, ‘আমাদেরকে চিনের দুর্লভ চুম্বক দিতেই হবে। যদি তা না দেওয়া হয়, তাহলে ২০০% শুল্ক বা এমন কিছু চাপাতে হবে।’

তবে ট্রাম্প এটাও বলেন যে, তিনি চিনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান। তার এই মন্তব্যগুলো আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy