আবারও আসছে ‘রাগিনী এমএমএস’, প্রধান চরিত্রে তামান্না ভাটিয়া! থাকছে নতুন চমক

আবারও আসছে ‘রাগিনী’ সিরিজ! ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘রাগিনী এমএমএস রিটার্নস’-এর পর এবার আসছে এই সিরিজের তৃতীয় পর্ব। প্রযোজক একতা কাপুর তার জনপ্রিয় ইরোটিক-হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস ৩’ নিয়ে আসছেন।

‘রাগিনী এমএমএস ৩’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার ভক্তরা খুব উচ্ছ্বসিত।

একটি সূত্রের দাবি, একতা কাপুর বেশ কিছুদিন ধরেই এই সিরিজের তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছিলেন। চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর তিনি ২০২৫ সালের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

এই সিরিজের প্রথম পর্ব মুক্তি পায় ২০১১ সালে এবং দ্বিতীয় পর্ব ২০১৯ সালে। আগের ছবিগুলোতে যেমন গানের একটি বিশেষ ভূমিকা ছিল, তেমনি এই ছবিতেও থাকবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই একটি গান তৈরি হচ্ছে যা দর্শকদের মন জয় করবে।

‘রাগিনী এমএমএস রিটার্নস’ ছবির গল্পে দেখানো হয়েছিল, একদল মেয়ে একটি পোড়ো বাড়িতে গিয়ে প্ল্যানচেট করে এবং তারপর সেখানে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। জানা যাচ্ছে, তৃতীয় পর্বের গল্প ঠিক সেখান থেকেই শুরু হবে।

তমান্না ভাটিয়াকে এর আগে ভৌতিক ছবি ‘স্ত্রী ২’-তে দেখা গিয়েছিল, যেখানে তিনি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছিলেন। এবার তিনি ‘রাগিনী’ চরিত্রে ফিরে আসছেন। সূত্রের খবর, একতা কাপুর যখন তমান্নার সঙ্গে এই ছবির গল্প আলোচনা করেন, তখন এর ভৌতিক মোচড় শুনে অভিনেত্রী নাকি অবাক হয়ে গিয়েছিলেন।

বর্তমানে তমান্না এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই ছবিটির শুটিং শুরু হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy