আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম এবং টাকার (Rupee) বিনিময় হারের ওঠানামার ওপর ভিত্তি করে ভারতের তেল বিপণন সংস্থাগুলি (OMCs) প্রতিদিনের মতো আজও, ২ নভেম্বর ২০২৫, পেট্রোল ও ডিজেলের নতুন দাম ঘোষণা করেছে। আজকের রেট অনুযায়ী, দেশের বড় শহরগুলিতে জ্বালানির দামে কী পরিবর্তন এলো, দেখে নিন এক নজরে।⛽ ২ নভেম্বর ২০২৫: প্রধান শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দামশহরপেট্রোল (টাকা/লিটার)ডিজেল (টাকা/লিটার)কলকাতা১০৩.৯৪৯০.৭৬মুম্বই১০৪.২১৯২.১৫চেন্নাই১০০.৭৫৯২.৩৪আহমেদাবাদ৯৪.৪৯৯০.১৭বেঙ্গালুরু১০২.৯২৮৯.০২হায়দরাবাদ১০৭.৪৬৯৫.৭০(প্রতিদিন সকাল ৬টায় এই দামগুলি আপডেট করা হয়।)**Shutterstock**Image Credit : OMCs/Social Media💰 কেন প্রতিদিন বদলায় জ্বালানির দাম?ভারতে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান কাজ করে:১. অপরিশোধিত তেলের দাম: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা সরাসরি খুচরা মূল্যে প্রভাব ফেলে। দাম বাড়লে দেশীয় বাজারেও তা বাড়ে।২. কর কাঠামো (Taxes): কেন্দ্রীয় সরকারের এক্সাইজ ডিউটি (Excise Duty) এবং রাজ্য সরকারের ভ্যাট (VAT) – এই দুই ধরনের কর জ্বালানির দামে বড় ভূমিকা রাখে। রাজ্যভেদে ভ্যাটের হার আলাদা হওয়ায় দামও ভিন্ন হয়।৩. মুদ্রা বিনিময় হার: ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানের পরিবর্তনও দামের ওপর প্রভাব ফেলে।তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উপাদানগুলিকে হিসাব করেই প্রতিদিন সকাল ৬টায় দামের আপডেট করে।
Home
OTHER NEWS
আপনার শহরে জ্বালানির দাম কত? মুম্বই, কলকাতা, চেন্নাই থেকে বেঙ্গালুরু, পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট
Related Posts
মহিলা ওয়ান ডে বিশ্বকাপে রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা, মিতালি রাজকে টপকে এক মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান!
দেশের জার্সিতে আর টি-২০ নয়! অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রান করা সেই কিংবদন্তি ক্রিকেটার কেন উইলিয়ামসন সরে দাঁড়ালেন