“আগে নিজের অবস্থান স্পষ্ট করুন”- অধীরকে নিয়ে শুভেন্দুর কটাক্ষ, দিলেন বার্তা

সম্প্রতি দিঘা এবং পুরীর জগন্নাথ ধাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই বিষয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বলেন, ‘অধীর চৌধুরী আগে নিজের অবস্থানটা স্পষ্ট করুন।’

শুভেন্দু অধিকারী বলেন যে, অধীর চৌধুরী কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং তিনি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চোর’ বলছেন, আবার তার দলের শীর্ষ নেতা-নেত্রীরা অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারই সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন। তিনি বলেন, ‘দিল্লিতে একরকম, কলকাতায় আরেকরকম এবং বহরমপুরে আরেকরকম কথা বললে মানুষ তার কথা বিশ্বাস করবে না।’

শুভেন্দু অধিকারীর মতে, অধীর চৌধুরী বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য এমন মন্তব্য করছেন। তিনি বলেন, অধীরবাবুর বক্তব্যের সঙ্গে কংগ্রেসের নীতির কোনো মিল নেই।

শুভেন্দু দাবি করেন, গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর হারের কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সাম্প্রদায়িক রাজনীতি’। তিনি বলেন, ‘অধীর চৌধুরীর নাম হিন্দু বলেই মুসলিমরা তাকে ভোট দেয়নি। অন্যদিকে, ইউসুফ পাঠান বাংলা না জানা সত্ত্বেও মুসলিম হওয়ায় তাকে ভোট দেওয়া হয়েছে।’ শুভেন্দু বলেন, অধীর চৌধুরী নিজের অবস্থান পরিষ্কার করলে তবেই তার বক্তব্যের পাল্টা জবাব দেওয়া যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy