‘আগেই জানতাম ও….?’-সচিনের রেকর্ড ভাঙার পথে জো রুট, যা বললেন মাস্টারব্লাস্টার

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট সম্প্রতি টেস্ট ক্রিকেটে ১৩,০০০ রানের মাইলফলক পার করেছেন। আর তার এই দুর্দান্ত সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকর। সচিন বলেন, ২০১২ সালে রুটের প্রথম টেস্ট ম্যাচ দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে, এই তরুণ ক্রিকেটার একদিন অনেক বড় খেলোয়াড় হবেন।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় জো রুট এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ১৩,৫৪৩ রান করে তিনি এই রেকর্ড গড়েন। তার গড় রান ৫১.২৯ এবং তার ঝুলিতে ৩৯টি সেঞ্চুরি ও ৬৬টি হাফ সেঞ্চুরি রয়েছে।

তবে, এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সচিনের দখলেই আছে, ১৫,৯২১ রান। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন, রুট যদি তার এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে সচিনের এই রেকর্ড ভাঙা শুধু সময়ের অপেক্ষা।

সচিনের ভবিষ্যদ্বাণী

সচিন জানান, ২০১২ সালে নাগপুরে রুটের প্রথম টেস্ট ম্যাচ চলাকালীনই তিনি তার খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন। তখনই তিনি বলেছিলেন, ‘তোমরা আসলে ইংল্যান্ডের ভবিষ্যতের ক্যাপ্টেনকে দেখছ।’ সচিন বলেন, ‘১৩,০০০ রান করা সত্যিই একটা বিশাল ব্যাপার। ও এখনও অসাধারণ খেলছে। আমি তখনই বুঝেছিলাম যে ও ভবিষ্যতে বড় কিছু করবে।’

৩৪ বছর বয়সী জো রুট আগামী কয়েক বছরে তার এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy