ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) থেকে অবসর ঘোষণা করেছেন। গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে নিজের এই সিদ্ধান্তের কথা এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন তিনি। এর ফলে আইপিএল-এর নতুন মরসুমে আর তাঁকে খেলতে দেখা যাবে না।
অশ্বিন তাঁর পোস্টে লেখেন, ‘বলা হয়, প্রতিটি সমাপ্তির সঙ্গেই আসে এক নতুন শুরু। আইপিএল-এর একজন ক্রিকেটার হিসেবে আমার এই পথচলা আজ শেষ হচ্ছে। তবে আজ থেকেই শুরু হচ্ছে খেলাটিকে নতুনভাবে আবিষ্কার করার এক নতুন অধ্যায়।’ তিনি আরও লেখেন যে, বিভিন্ন লিগে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তিনি মুখিয়ে আছেন।
দীর্ঘ ১৬ বছরের আইপিএল কেরিয়ার
২০০৯ সালে চেন্নাই সুপার কিংস (CSK) দলের হয়ে আইপিএল-এ শুরু করেছিলেন অশ্বিন। তিনি মোট ২২১টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ১৮৭টি উইকেট নিয়েছেন। ২০১০ ও ২০১১ সালে CSK-র আইপিএল জয়ের পেছনে তাঁর বড় ভূমিকা ছিল।
দীর্ঘ এই সময়ে তিনি CSK ছাড়াও কিংস ইলেভেন পাঞ্জাব (যেখানে তিনি অধিনায়কও ছিলেন), দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মতো দলে খেলেছেন।
প্রত্যাবর্তনেও ব্যর্থতা
এই বছর আইপিএল-এর নিলামে চেন্নাই সুপার কিংস অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় কিনেছিল। তাঁর পুরোনো দলে ফেরাটা ভক্তদের মধ্যে অনেক উত্তেজনা তৈরি করেছিল। কিন্তু এই মরসুমে তিনি আশানুরূপ ফল করতে পারেননি। ৯টি ম্যাচ খেলে তিনি মাত্র ৭টি উইকেট পেয়েছিলেন। এর পরই শোনা যাচ্ছিল যে চেন্নাই তাঁর সঙ্গে চুক্তি বাতিল করতে পারে, কিন্তু তার আগেই তিনি নিজেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন।