অশালীন মেসেজ ও নগ্ন ভিডিওর অভিযোগ! ‘বউ কথা কও’-এর অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে তোলপাড়, কী বলছেন অভিনেতা?

টেলিভিশনের জনপ্রিয় মুখ, ‘বউ কথা কও’ সিরিয়াল খ্যাত অভিনেতা ঋজু বিশ্বাসকে (Riju Biswas) নিয়ে নেটপাড়ায় এই মুহূর্তে তীব্র তোলপাড় চলছে। তাঁর বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর চাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

সম্প্রতি এক উঠতি মডেল সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন। তিনি অভিযোগ করেন যে, অভিনেতা ইনস্টাগ্রাম থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নম্বর চান এবং সেখানেই নাকি অশালীন আচরণ শুরু করেন।

📸 ভাইরাল ২০২৩ সালের স্ক্রিনশট

ওই মডেল তাঁর সোশ্যাল মিডিয়া পেজে কথোপকথনের কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। যদিও এই স্ক্রিনশটগুলি ২০২৩ সালের। স্ক্রিনশটে দেখা যায়, প্রথমে ঋজু ওই মডেলের প্রশংসা করেন। কিন্তু পরে মডেল ফোন না করায় তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং সেখানেই ঋজু অশালীন আচরণ করেন বলে অভিযোগ।

এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে এসে আরও বেশ কয়েকজন তরুণী একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে মন্তব্য করেন।

🗣️ ‘মিথ্যে ঘটনা’, দাবি করে মুখ খুললেন ঋজু

 

একের পর এক অভিযোগ ওঠার পর অভিনেতা ঋজু বিশ্বাস বাধ্য হয়েই মুখ খুলেছেন। তিনি গোটা ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন।

একটি সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, এই বছরটি তাঁর জন্য ভালো যাচ্ছে না। মায়ের অসুস্থতার কারণে তিনি কলকাতাতেও ছিলেন না। তাঁর বক্তব্য, “আমার কথা হচ্ছে আমি যদি সত্যিই এতটা অশালীন ব্যবহার করে থাকি, তবে আমার বিরুদ্ধে কেন পুলিশের কাছে অভিযোগ করা হল না?”

ঋজু আরও দাবি করেছেন, তিনি যে স্ক্রিনশটগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, সেখানে কোথাও তাঁকে অশালীন ব্যবহার করতে দেখা যাচ্ছে না। তাঁর কথায়, কাউকে ‘সুন্দর’ বললে বা স্বাভাবিক কথোপকথন হলে, সেটাকে যদি অশালীন মন্তব্য বলা হয়, তাহলে সেই স্ক্রিনশটটি যেন তাঁকে দেখানো হয়।

🚨 আইনের দ্বারস্থ অভিনেতা

নিজেকে নির্দোষ প্রমাণ করতে ঋজু বিশ্বাস ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছেন। তিনি এই বিষয়ে লালবাজার ও সাইবার ক্রাইম সেলে অভিযোগ জমা দিয়েছেন এবং প্রমাণও তুলে দিয়েছেন। অভিনেতার দাবি, আইনি পদক্ষেপের পর নাকি ওই মডেলের সোশ্যাল মিডিয়া পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ‘বউ কথা কও’ সিরিয়ালে ‘নিখিল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ঋজু বিশ্বাস। তবে এই মুহূর্তে তিনি পর্দার বাইরে রয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy