বিহার বিধানসভা নির্বাচনের আবহে শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে কঠোর বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। শনিবার আইআইটি কানপুরের এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন কমিশন অশান্তির বিরুদ্ধে কঠোর নীতি নিয়েছে এবং যে-ই বিশৃঙ্খলায় জড়াবে, তার বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বিহার নির্বাচন ঘিরে বর্তমানে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ চরমে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চলছে লাগাতার আক্রমণ-পাল্টা আক্রমণ। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই কড়া হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনই কমিশনের প্রথম অগ্রাধিকার। এর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন তার নীতিতে স্পষ্ট:
“নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি বরদাস্ত করা হবে না। যে-ই অশান্তিতে জড়াবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিহারে নির্বাচনের ইতিহাসে নানা সময়ে আইন-শৃঙ্খলার অবনতির নজির রয়েছে। এই কারণে নির্বাচনের আগে মুখ্য নির্বাচন কমিশনারের এই সরাসরি হুঁশিয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করবে।
উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন দুটি ধাপে আগামী ৬ এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।