অতিভারী বৃষ্টিতে ভাসছে স্কুল, ডুবছে পড়াশোনা! কেন এই জল-যন্ত্রণার শিকার এলাকাবাসী?

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকার মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ভেতরে পানি ঢুকে যাওয়ায় এবং রাস্তাঘাট ডুবে যাওয়ায় ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না। এর ফলে গত শুক্রবার থেকে স্কুলটিতে পড়াশোনা বন্ধ হয়ে আছে।

শুধু স্কুল নয়, কাঁকসার বিভিন্ন এলাকার অনেক বাড়িতেও জল ঢুকেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এর ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। যদিও স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান নসীম হায়দার মল্লিক এই অভিযোগ পুরোপুরি মানতে রাজি নন। তিনি বলেন যে তিনি নিজেই রাত থেকে ড্রেন পরিষ্কার করার কাজ তদারকি করছেন এবং নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নদীয়ার শান্তিপুরেও একই অবস্থা
কাঁকসার মতো নদীয়ার শান্তিপুর এলাকার হরিহরপুর পঞ্চায়েতেও একই চিত্র। টানা বৃষ্টিতে এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দূষিত জলের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। স্থানীয়রা বলছেন, এই জমা জলে বিষাক্ত পোকামাকড় ও সাপ দেখা যাচ্ছে, যা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

এই পরিস্থিতিতে উভয় এলাকার মানুষই দ্রুত জল থেকে মুক্তি পেতে এবং একটি ভালো নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy