লাল পাড়ের শাড়িতে বিশ্বকাপে শ্রেয়া! 🤩 অষ্টমীর সাজে মঞ্চে উঠে গায়িকা কেন দিলেন এই বিশেষ বার্তা?

মহিলা ক্রিকেট বিশ্বকাপের (ICC Women’s World Cup) উদ্বোধনী দিনে অসমের বর্ষাপাড়া স্টেডিয়াম সাক্ষী রইল এক অনন্য সাংস্কৃতিক মুগ্ধতার। অষ্টমীর (Durga Puja 2025) দিনে ক্রিকেট শুরুর আগে মঞ্চে যেন নেমে এলেন স্বয়ং উৎসবের প্রতিচ্ছবি। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলার গর্ব, গায়িকা শ্রেয়া ঘোষাল।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার সাজ, তাঁর পরিধান এবং আত্মস্থ ভাবনা— সবকিছুতেই ছিল এক বিশেষ বার্তা।

অষ্টমীর সাজে শ্রেয়া, এ যেন শুধু ফ্যাশন নয়
সাদা-লাল পাড়ের শাড়ি, হাতে চুড়ি, কানে ঝুমকো— এক ঝলক দেখলে মনে হতে পারে, শ্রেয়া যেন পুজোর অষ্টমীর অঞ্জলিতে এসেছেন। বিশ্বের সেরা মহিলা ক্রিকেটাররা যখন উদ্বোধনী মঞ্চে একে একে হাজির, ঠিক তখনই শ্রেয়ার এই বাঙালি সাজ কেবল ফ্যাশন ছিল না, বরং তা ছিল ভারতীয় সংস্কৃতির এক আত্মস্থ প্রকাশ।

থিম সং-এ ‘কাপটা ঘরে আনো’ বার্তা
এই বিশ্বকাপের সঙ্গে শুরু থেকেই যুক্ত শ্রেয়া ঘোষাল। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা ছাড়াও এবারের বিশ্বকাপের থিম সং ‘ব্রিং ইট হোম’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। সেই গানে ৮ দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “হৃদস্পন্দন বলে, এবার কাপটা ঘরে আনো।” গানের সুরে উদ্দীপ্ত হয়ে ওঠে গোটা গ্যালারি।

লাইভ জাতীয় সঙ্গীতে অন্য শক্তি
গুয়াহাটির উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার পারফরম্যান্স ছিল এক কথায় হৃদয়স্পর্শী। লাইভ জাতীয় সঙ্গীতে তাঁর কণ্ঠে যেন অন্য এক শক্তি মিশে গিয়েছিল, যা গ্যালারিতে থাকা দর্শকদের মুখেও সেই আবেগ ছড়িয়ে দেয়। জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর থেকে শুরু করে প্রতিটি ক্রিকেটার শ্রেয়ার গানে তাল মেলান। শ্রেয়ার কণ্ঠের আবেগ ও দৃপ্ততায় উদ্বোধনী মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়।

প্রসঙ্গত, ১২ বছর পর ভারতে আসর বসেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের। চলবে ২ নভেম্বর পর্যন্ত। ভারত আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে। তবে শ্রেয়ার সুর যেন বলে দিচ্ছে, মাঠে লড়াই হোক ব্যাট-বলের, কিন্তু তার শুরু হোক সুর আর সংস্কৃতির আত্মপরিচয়ের মধ্য দিয়ে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy