রোগীর বিছানায় শয়ে শয়ে ইঁদুর! মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছে দেশ

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারা ফের সামনে এল। জবলপুরের ভিক্টোরিয়া জেলা হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রোগীর শয্যার চারপাশ তো বটেই, এমনকি রোগীর গায়ের ওপর দিয়েও অবাধে ঘুরে বেড়াচ্ছে শয়ে শয়ে ইঁদুর। এই ভয়াবহ দৃশ্য দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ, আতঙ্কে দিন কাটছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ইঁদুরের উপদ্রব নতুন নয়। এর আগে ইন্দোরে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। জবলপুর মেডিকেল কলেজেও রোগীদের ইঁদুরে কামড়ানোর অভিযোগ উঠেছিল। ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য সমস্যার কথা স্বীকার করেছে। তাঁদের দাবি, হাসপাতালের পেছনের একটি পুরনো ভবন ভাঙার ফলে পয়ঃনিষ্কাশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেখান থেকেই ইঁদুরের দল ওয়ার্ডে ঢুকে পড়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বারবার একই ধরণের ঘটনায় রাজ্যের সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy