রুপো ৩ লাখ পার! আকাশছোঁয়া দর দেখে দোকানে ভিড় কমছে, বিনিয়োগকারীদের পোয়াবারো!

গয়না কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। সোনা ও রুপোর দাম কমার নামগন্ধ নেই, উল্টে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। বিশেষ করে রুপোর দাম যে গতিতে ছুটছে, তা দেখে চক্ষু চড়কগাছ বিশেষজ্ঞদের। চলতি সপ্তাহের মাত্র দুই দিনেই এক কেজি রুপোর দাম ৩২,০০০ টাকারও বেশি বেড়ে গিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে সোনাও।

রুপোর অবিশ্বাস্য দৌড়: মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) রুপোর দাম মঙ্গলবার ৩,১৯,৯৪৯ টাকার নতুন উচ্চতা স্পর্শ করেছে। গত সপ্তাহের শেষে যা ছিল ২,৮৭,৭৬২ টাকা। অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই কেজিতে কয়েক হাজার টাকা লাফিয়ে বাড়ছে রুপো। প্রতিবেদনটি লেখার সময়ও এমসিএক্স-এ রুপোর দাম চড়া মেজাজে লেনদেন হচ্ছিল।

সোনার গ্রাফও ঊর্ধ্বমুখী: রুপোকে টেক্কা দিচ্ছে সোনাও। মঙ্গলবার বাজার খুলতেই সোনার দাম এক ধাক্কায় ২,৫০০ টাকা বেড়ে যায়। গত দুই ট্রেডিং দিনের হিসাব ধরলে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫,৪৭৯ টাকা বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার যে সোনা ১,৪২,৫১৭ টাকায় বন্ধ হয়েছিল, মঙ্গলবার তা ১,৪৫,৬৩৯ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলেছে। মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বিয়ের মরসুমের গয়না।

কেন এই অস্থিরতা? বাজার বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্বজুড়ে চরম উত্তেজনা তৈরি করেছে। আমেরিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক লড়াইয়ের আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপোর দিকে ঝুঁকছেন বড় বড় বিনিয়োগকারীরা। মুদ্রাবাজারের অস্থিরতা এবং বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসাই এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মূল কারণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy