রাজস্থানে বড় আতঙ্ক, চার জেলা থেকে ৫ সন্দেহভাজনকে ধরল ATS, চলছে জেরা; হাইকোর্টে বম্ব থ্রেট!

: সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে রাজস্থানের চার জেলা থেকে পাঁচজন ব্যক্তিকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরে নিয়ে এসেছে রাজস্থান অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)।

পুলিশ সূত্রে খবর, ATS এবং গোয়েন্দা সংস্থাগুলো বেশ কিছুদিন ধরে নির্দিষ্ট কিছু ব্যক্তির ওপর কড়া নজর রাখছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বারমের, যোধপুর, কারাউলি এবং জয়পুর জেলাজুড়ে শনিবার ভোরবেলা একযোগে অভিযান চালানো হয়।

আটক হওয়া পাঁচজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। এঁরা হলেন—ওসামা উমর (২৫), বারমেরের মুসনারাই কা বাস, পান্ডিপারের বাসিন্দা, যাঁর সচৌর এলাকা থেকে আটক হন; মাসুদ, বারমেরের মুসনারাই কা বাস, পান্ডিপারের বাসিন্দা, যাঁর যোধপুর গ্রামীণের পিপার থেকে আটক হন; মোহাম্মদ আয়ুব, যোধপুরের পিপারের বাসিন্দা, যাঁর যোধপুর সিটি থেকে নিয়ে আসা হয়েছে; মোহাম্মদ জুনায়েদ, কারাউলির বাগোর মহল্লার কাছে ধোলি কার-এর বাসিন্দা, যাঁর কারাউলি থেকে আটক করা হয়েছে; এবং বশির, বারমেরের চান্দে কা পার, রামসারের বাসিন্দা, যাঁর জয়পুরের ভাট্টা বস্তি থেকে আটক করা হয়েছে।

ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (IG) (ATS) বিকাশ কুমার এই খবরটি নিশ্চিত করে জানিয়েছেন যে প্রাথমিক পর্যবেক্ষণে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হওয়ার পরই এই ব্যক্তিদের ATS সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। IG আরও জানান, “সিনিয়র অফিসাররা তাঁদের জেরা করছেন” এবং জিজ্ঞাসাবাদের ফলের ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, শুক্রবারই রাজস্থান হাইকোর্টে বম্ব থ্রেট আসে, যদিও ATS, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছালেও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy