রঞ্জিতে বাংলার দায়িত্ব ফিরল অভিমন্যু ঈশ্বরণের হাতে, সহ-অধিনায়ক অভিষেক পোড়েল; দলে শামি-আকাশদীপ

আসন্ন রঞ্জি ট্রফির মরসুমের জন্য শক্তিশালী বাংলা দল ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। জাতীয় দলে সুযোগ না পাওয়ায় সমালোচিত হলেও, অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণের হাতেই আবার রঞ্জিতে বাংলার নেতৃত্বের ব্যাটন তুলে দিলেন নির্বাচকরা। উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েলকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শামি-আকাশদীপের স্বস্তি, মুকেশ-শাহবাজের অভাব
যদিও গত মরসুমে জাতীয় দলের ব্যস্ততার কারণে ঈশ্বরণকে অনেকটা সময় পায়নি বাংলা, তবুও ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা।

পেস বিভাগে শক্তি: এই দলে সুযোগ করে নিয়েছেন জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি এবং আকাশদীপ। সূত্রের খবর, শামি রবিবার রাতে কলকাতায় পা রাখছেন এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধে শুরু থেকেই খেলবেন। এই দুই পেসারের উপস্থিতি নিঃসন্দেহে বাংলার বোলিং আক্রমণকে শক্তিশালী করবে।

অনুপস্থিত দুই তারকা: তবে চোটের কারণে এই মরসুমে বাংলা পাচ্ছে না দুই গুরুত্বপূর্ণ তারকা— পেসার মুকেশ কুমার এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। দু’জনেই বর্তমানে চোট সারাতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যস্ত। গত চার বছর ধরে দলের ত্রাতা হয়ে ওঠা শাহবাজের অনুপস্থিতি বাংলা দলের কাছে বড় ধাক্কা হতে পারে।

ব্যাটিংয়ে অভিজ্ঞতা, নেটে মহারাজের টিপস
ব্যাটিং বিভাগে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, মিডল-অর্ডারে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার এবং সুদীপ চট্টোপাধ্যায়-এর উপর ভরসা রাখা হয়েছে। অনুষ্টুপ নিয়মিত বড় রান করে দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এছাড়া তরুণ সুদীপ ঘরামি, রাহুল প্রসাদ, সৌরভ কুমার সিং এবং বিশাল ভাটি-রা দলে সুযোগ পেয়েছেন।

সহঅধিনায়কের দায়িত্বপ্রাপ্ত অভিষেক পোড়েলকে ছন্দে ফেরাতে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং বাংলার অনুশীলনে উপস্থিত হয়ে বাড়তি সময় দিয়েছেন এবং তাঁর ভুলত্রুটি শুধরে দিয়েছেন। মহারাজ ক্রিকেটারদের ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন।

বাংলা দল তাদের রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে আগামী ১৫ অক্টোবর ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। ২৫ অক্টোবর থেকে দ্বিতীয় ম্যাচও ঘরের মাঠে গুজরাতের বিপক্ষে।

একনজরে ঘোষিত বাংলা দল:
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহঅধিনায়ক/উইকেটরক্ষক), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশদীপ, সূরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধি (উইকেটরক্ষক), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহন্ত ও বিকাশ সিং।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy