মুম্বইয়ের দহিসার এলাকায় অনলাইন গ্রসারি ডেলিভারি সংস্থা জেপ্টোর একটি গুদামে আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকস্মিকভাবে লাগা এই আগুনে লক্ষাধিক টাকার জিনিসপত্র নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে খবর, দুপুর নাগাদ আচমকাই জেপ্টোর গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। গুদামে ঠিক কত টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে, তারও কোনো নির্দিষ্ট হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দহিসার থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।