প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তরুণীর পরিবারের বিরুদ্ধে। শুধু তাই নয়, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই যুবকের মাও। ঘটনাটি ঘটেছে মহেশতলার আকড়া বগা নোয়াপাড়ায়। এই ঘটনায় মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মারধরের একটি ভিডিও সামনে এসেছে।
শেখ রাকিব নামের ওই যুবকের সঙ্গে তার প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।গত শুক্রবার তারা দু’জনে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর তরুণীর পরিবার মহেশতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।পরে রাকিবের পরিবার জানতে পেরে তাদের থানায় নিয়ে আসে। তখন দুই পরিবার আপসে বিষয়টি মিটিয়ে নেয় এবং তরুণীর বাবা তাকে বাড়িতে নিয়ে চলে যান।
ঘটনার এক সপ্তাহ পর, শুক্রবার সকালে তরুণীর তিন মামা মীমাংসার নামে রাকিবকে একটি ক্লাবঘরে ডেকে পাঠান। সেখানে রাকিব গেলে তাকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয়। যখন রাকিবের মা তাকে বাঁচাতে যান, তখন তাকেও মারধর করা হয়।
আহত রাকিব এবং তার মা এরপর মহেশতলা থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ তাদের চিকিৎসার জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। পরে তারা বাড়ি ফিরে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।