পুজোর আনন্দ মুহূর্তেই পরিণত হলো মর্মান্তিক বিষাদে। জলপাইগুড়ির ধূপগুড়িতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক খবর অনুযায়ী, একটি দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ঠাকুর দেখতে আসা ভিড়ের মধ্যে এবং একটি দোকানে ঢুকে যায়।
নিয়ন্ত্রণ হারাল ঘাতক গাড়ি
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাস্তার ধারে ভিড় করে বহু মানুষ ঠাকুর দেখছিলেন। সেই সময়েই একটি গাড়ি তীব্র গতিতে এসে নিয়ন্ত্রণ হারায়।
দুর্ঘটনার প্রকৃতি: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষকে ধাক্কা মারে এবং তারপরে রাস্তার পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে যায়।
হতাহতের সংখ্যা: ঘটনাস্থলে পিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার ফলে উৎসবের আবহে ধূপগুড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরানোর ব্যবস্থা করছে।