নিষিদ্ধ হবে আরএসএস? ভোটের মুখে রাজনৈতিক তরজা তুঙ্গে! এই ইস্যুতে সুকান্ত মজুমদারের চরম হুঁশিয়ারি!

শুক্রবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দেশজুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (RSS) নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানানোর পর থেকেই জাতীয় রাজনীতিতে চরম তরজা শুরু হয়েছে। কংগ্রেস সভাপতির এই বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

খাড়গের মন্তব্যকে ‘রাজনৈতিক দেউলিয়াপনা’ বলে আখ্যা দিয়ে সুকান্ত মজুমদার কংগ্রেসকে তাদের অতীত মনে করিয়ে দেন। তিনি বলেন,

🗣️ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি: “কংগ্রেসের পূর্বসূরীরা অর্থাৎ ইন্দিরা গান্ধী, জহরলাল নেহেরু একাধিকবার চেষ্টা করেছিলেন আরএসএসকে নিষিদ্ধ করার। ফলাফল কী হয়েছিল সেটা কংগ্রেসের এখনকার নেতাদের জানা উচিত। আরএসএসকে নিষিদ্ধ করতে গেলে নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস।”

আরএসএস নিষিদ্ধ করার দাবি কেন?
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আরএসএসের আদর্শ দেশের জন্য ক্ষতিকর এবং স্বয়ং সরদার বল্লভভাই প্যাটেলও সরকারি কর্মচারীদের আরএসএসের কার্যক্রমে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। খাড়গে সেই নিষেধাজ্ঞা পুনরায় চালুর দাবি তুলেছেন।

রাজনৈতিক মহলে উত্তাপ
জাতীয় নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস সভাপতির এই ধরনের কঠোর মন্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা দিল। বিজেপির মতে, কংগ্রেস তাদের রাজনৈতিক জমি হারানোর ভয়ে এবং ভোটের মেরুকরণের লক্ষ্যেই বারবার আরএসএসকে আক্রমণ করছে। অন্যদিকে, কংগ্রেসের বক্তব্য, আরএসএস-এর ‘বিভেদমূলক’ আদর্শ দেশের ঐক্য ও সংবিধানের জন্য ক্ষতিকারক।

মল্লিকার্জুন খাড়গে এবং সুকান্ত মজুমদারের এই সরাসরি সংঘাত জাতীয় রাজনীতিতে আগামী দিনে আরও উত্তাপ সৃষ্টি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy