ধনতেরাসের সকালে ভয়াবহ বিপর্যয়! অমৃতসর-সাহারসা গরিব রথে দাউ দাউ আগুন, আহত বহু যাত্রী

ধনতেরাসের (Dhanteras) সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অমৃতসর-সাহারসা গরিব রথ এক্সপ্রেসের (Amritsar-Saharsa Garib Rath Express) যাত্রীরা। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনের একাধিক কামরায় হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

যা ঘটল ঠিক সকালে:

জানা গিয়েছে, অমৃতসর থেকে সাহারসা (Saharsa) অভিমুখে যাওয়া ট্রেনের ১৯ নম্বর কোচে (Coach no. 19) হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া আগুনের লেলিহান শিখায় পরিণত হয়ে ট্রেনের একের পর এক কামরায় ছড়িয়ে পড়তে শুরু করে।

আগুন লাগার খবর জানতে পেরেই দ্রুত লোকো পাইলট (Loco Pilot) ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মালপত্র ফেলে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন বহু যাত্রী। এই বিশৃঙ্খলার কারণে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

দ্রুত নিয়ন্ত্রণে আগুন, ৩টি কোচ ক্ষতিগ্রস্ত:

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সিরহিন্দ জিআরপি-র এসএইচও রতন লাল জানিয়েছেন, আগুনে মোট তিনটি কোচ (Coach) ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন, তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্দিষ্ট ক্ষতিগ্রস্ত কামরাটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের অন্য কামরায় স্থানান্তরিত করে ট্রেনটিকে গন্তব্যের দিকে রওনা করার প্রক্রিয়া শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy