দেবকে খুনের হুমকি? সেন্সর বোর্ডকে ‘চমকানো’ হচ্ছে! রেকর্ড ভাঙা বুকিংয়ের মাঝেই বিস্ফোরক সুপারস্টার!

টলিউড সুপারস্টার দেবের মুকুটে নয়া পালক যোগ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সাফল্যের মাঝেই দানা বাঁধল বড় বিতর্ক। ২০২৬-এর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলা দেব-শুভশ্রী জুটির মেগা প্রজেক্ট ‘দেশু৭’ (অস্থায়ী নাম) নিয়ে সোমবার এক ঐতিহাসিক ঘোষণা করেছিলেন অভিনেতা। ছবি মুক্তির ৯ মাস আগে থেকেই শুরু হয়েছে অগ্রিম বুকিং, যা টলিউডের ইতিহাসে এই প্রথম। কিন্তু এই রেকর্ড গড়ার পরই দেবের দাবি— তাঁকে এবং সেন্সর বোর্ডকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে!

সেন্সর বোর্ডকে ‘চমকানো’ ও মেইল বিতর্ক দেব বিস্ফোরক অভিযোগ তুলে জানান, ছবিটির নজিরবিহীন ‘গোল্ড টিকিট’ বুকিং শুরু হতেই একদল মানুষ সক্রিয় হয়ে উঠেছেন এই প্রজেক্টটি বানচাল করতে। তাঁর দাবি, “সেন্সর বোর্ডকে চমকানো হচ্ছে। এমনকি ‘বুক মাই শো’-কে মেইল পাঠিয়ে বলা হচ্ছে এই অগ্রিম বুকিং নাকি বেআইনি! আমাকেও ব্যক্তিগতভাবে হুমকি দেওয়া হচ্ছে।” দেবের সাফ কথা, বাংলা সিনেমার উন্নতির জন্য নেওয়া এই বৈপ্লবিক পদক্ষেপকে যখন সবার স্বাগত জানানো উচিত ছিল, তখন কিছু মানুষ পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

৯ মাস আগেই হাউজফুল! আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর দিন সকাল ৭:৩০ মিনিটের শো-এর জন্য ১৯ জানুয়ারি থেকে টিকিট বুকিং শুরু হয়। দেব ও শুভশ্রীর অটোগ্রাফ সম্বলিত এই বিশেষ টিকিটের চাহিদা এতটাই ছিল যে, মুহূর্তের মধ্যে সব বিক্রি হয়ে যায়। দেবের কথায়, “ফার্স্ট ডে ফার্স্ট শো কেবল সিনেমা দেখা নয়, এটি একটি বড় ইভেন্ট হতে চলেছে।”

১৩ বছর পর দেব-শুভশ্রী ম্যাজিক ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে শুরু হওয়া এই জুটির রসায়ন দীর্ঘ ১৩ বছর পর ফের পর্দায় ফিরছে। ‘খোকাবাবু’ বা ‘রোমিও’-র সেই পুরনো ম্যাজিক এবার ‘দেশু৭’-এ কাজ করবে কিনা, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রোম্যান্স, অ্যাকশন আর রহস্যে ঠাসা এই ছবি কি সব ষড়যন্ত্র কাটিয়ে বক্স অফিসে লক্ষ্মীলাভ করবে? উত্তর দেবে ২০২৬-এর দুর্গাপুজো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy