কেরলের ইদুক্কির জনপ্রিয় পর্যটন কেন্দ্র আনাচালে ‘স্কাই-ডাইনিং’ (Sky Dinning) রেস্তরাঁয় এক মারাত্মক বিপত্তি ঘটেছে। একটি পরিবার যখন প্রায় ১৫০ ফুট ওপরে ঝুলে থাকা ডাইনিং প্ল্যাটফর্মে খাবার খাচ্ছিল, তখনই ক্রেনটি বিকল হয়ে যায়। ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে দুই শিশু-সহ চার পর্যটককে ওই উচ্চতায় ঝুলে থাকতে হয়।
স্কাই-ডাইনিং হলো একটি রোমাঞ্চকর খাবারের অভিজ্ঞতা, যেখানে একটি ডাইনিং টেবিলকে ক্রেনের সাহায্যে প্রায় ১৬০ ফুট উঁচুতে বাতাসে ঝুলিয়ে রাখা হয়।
কর্তৃপক্ষের গোপন করার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টা নাগাদ ক্রেনটি বিকল হয়। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ হলো, রেস্তরাঁ কর্তৃপক্ষ এই ঘটনার খবর পুলিশ বা দমকল, কাউকেই জানায়নি। স্থানীয় বাসিন্দারাই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে দেন। এর পরই প্রশাসন বিপদের কথা জানতে পারে।
উদ্ধার অভিযান ও অভিযোগ
খবর পেয়ে মুন্নার ও আদিমালি থেকে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছয়। বিকেল ৪টা নাগাদ শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধারকারীরা দড়ি বেয়ে ওপরে উঠে দ্রুত দুই শিশু ও তাঁদের মাকে নামিয়ে আনেন। এরপর নেমে আসেন বাবা এবং রেস্তরাঁর এক মহিলা কর্মী। প্রায় চারটে বাজার আগেই সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়।
উদ্ধার হওয়া মহিলা কর্মী জানান, তাঁরা প্রশিক্ষিত থাকায় আতঙ্ক ছড়ায়নি। তবে দমকল কর্মীরা অভিযোগ করেছেন, ক্রেনের হাইড্রলিক সিস্টেম বিকল হয়ে যাওয়া সত্ত্বেও রেস্তরাঁ কর্তৃপক্ষ কেন বিপদের কথা গোপন করার চেষ্টা করল? আদিমালি থানা জানিয়েছে, ক্রেনের হাইড্রলিক সিস্টেম বিকল হওয়ার কারণেই এই বিপত্তি।
পুরীতেও আতঙ্ক
ইদুক্কির এই ঘটনা দেশের অন্যান্য স্থানে চালু হওয়া স্কাই-ডাইনিং প্ল্যাটফর্মগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি পুরীর সমুদ্রসৈকতে লাইট হাউসের কাছেও একটি অভিনব ‘স্কাই-ডাইনিং’ চালু হয়েছে। এই ঝুলন্ত প্ল্যাটফর্মে একসঙ্গে ২০ জন অতিথি খেতে পারেন। আয়োজকরা আন্তর্জাতিক মানের সুরক্ষার দাবি করলেও, কেরলের এই ঘটনা পর্যটকদের মধ্যে নতুন করে ভয় সৃষ্টি করেছে।