জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) স্বাস্থ্য নিয়ে দেশজুড়ে চরম জল্পনা এবং গুজব ছড়ানোর মধ্যে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হচ্ছে। শনিবার রাতে তাঁর ‘মৃত্যু’র ভুয়ো খবর রটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাওয়ালপিন্ডি জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এরই মধ্যে খবর, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) শীঘ্রই রাষ্ট্রপতি শাসন (গভর্নর রুল) জারি করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাঁর অবস্থান এবং স্বাস্থ্য নিয়ে স্লোগান দিতে গিয়ে জেলের বাইরে হাজার হাজার পিটিআই (PTI) সমর্থক জড়ো হয়েছেন। এই পরিস্থিতিতে বড় মাপের বিক্ষোভের আশঙ্কায় রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ রাস্তাগুলি সিল করে দেওয়া হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট চত্বর সহ জাতি উমরা থেকে আদিয়ালা পর্যন্ত প্রতিটি প্রবেশ পথে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিবারের উদ্বেগ, সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ: গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ইমরানের মৃত্যু-সংক্রান্ত একাধিক গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে পিটিআই প্রধানের দুই ছেলে প্রশাসনের কাছে তাদের বাবা জীবিত আছেন কিনা, তার প্রমাণ চেয়েছেন।
ইমরান খানের বোনেরা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন। তাঁর এক বোনের দাবি, সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির (General Asim Munir) এই নিপীড়নের জন্য দায়ী। তিনি অভিযোগ করেছেন, “দেশের সবচেয়ে নিপীড়ণকারী শাসক তিনিই। আমার দাদা বা বৌদির কিছু হয়ে গেলে মুনিরকেই তার দায় নিতে হবে।” ইমরানের ছেলে কাসিম সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গত প্রায় ৬ সপ্তাহ ধরে কোনও যোগাযোগই নেই। বাবা আদৌ জীবিত কি না, তারও প্রমাণ নেই।”
ইমরান খানের স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে তৈরি হওয়া এই তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তানের সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত। খাইবার পাখতুনখোয়ায় ‘গভর্নর রুল’ জারির তোড়জোড় শুরু হওয়ায় পাকিস্তানে ফের অনিশ্চয়তা বাড়ছে।