তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ডিজিটাল মাধ্যমে দলের প্রচার ও জনমত গঠনের জন্য ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে একটি নতুন কর্মসূচি চালু করেছেন। শুক্রবার এই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগত রায় তাঁর ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে কর্মসূচির নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি লিখেছেন:
“ভাইপো অভিষেক কিছু ‘ডিজিটাল জোদ্ধা’ চালু করেছেন। এরা বেশিরভাগই এত বোকা এবং অসভ্য নরপশু যে কেবল অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে। কেউ কেউ এতটাই বিকৃত মানসিকতার যে তারা আমাকে জাতীয় স্বাধীনতা আন্দোলনে বিজেপির অবদান সম্পর্কে জিজ্ঞাসা করে।”
লক্ষাধিক আবেদনের দাবি তৃণমূলের
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকেই এই দলে যোগ দেওয়ার জন্য লক্ষাধিক আবেদন জমা পড়েছে। তৃণমূলের লক্ষ্য হলো সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের মোকাবিলা করার জন্য একটি শক্তিশালী সাইবার-বাহিনী তৈরি করা।
যদিও তথাগত রায়ের এই কড়া মন্তব্যে তৃণমূলের নতুন ডিজিটাল প্রচার কৌশল এবং সেই দলে যুক্ত হওয়া কর্মীদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠল। তথাগত রায় মূলত কর্মীদের ভাষা এবং তাঁদের রাজনৈতিক জ্ঞান নিয়ে কটাক্ষ করেছেন।