‘আমি ফার্স্ট বয়, তাই আমার বিরুদ্ধেই চক্রান্ত!’ ব্রাত্য ঘনিষ্ঠ দেবাশিসের পদত্যাগে তোলপাড় দমদম

ব্যারাকপুরের শ্রাবণী কাশ্যপীর পর এবার দক্ষিণ দমদমের দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে তৃণমূল কংগ্রেসে ভাঙন যেন থামছেই না। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করলেন। শ্রাবণী সরাসরি বিজেপিতে গেলেও দেবাশিস আপাতত নিজেকে ‘তৃণমূল সমর্থক’ বলে দাবি করছেন, তবে তাঁর একরাশ ক্ষোভ অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে।

সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দেবাশিস বলেন, “আমি ক্লাসের ফার্স্ট বয়ের মতো নিজের ওয়ার্ডে দলকে সবচেয়ে বেশি লিড দিয়েছি। আর এটাই আমার অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আমি ব্রাত্য বসুর ঘনিষ্ঠ বলে আমাকে বারবার আক্রমণ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো আমাকে টিকিটই দিতে চাননি, বাধ্য হয়ে নির্দল দাঁড়িয়ে জিতে এসেছিলাম।” ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, “ববি হাকিম আমার বিভাগে অডিট করিয়েও কোনও দুর্নীতি পাননি। অথচ যারা বিধানসভা ভোটে দলকে হারাল, তারাই বড় বড় পদ পেল আর আমাদের গুরুত্বহীন করে রাখা হলো।”

আপাতত বিজেপিতে যাওয়ার কথা অস্বীকার করলেও, ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বিজেপি এবার বড় নেতাদের বদলে তৃণমূলের বুথ ও ওয়ার্ড স্তরের দাপুটে নেতাদের ওপর নজর দিচ্ছে। দেবাশিসের মতো ‘গ্রাসরুট’ নেতাদের ইস্তফা সেই নতুন কৌশলেরই অংশ কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy