ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের উপর ‘অত্যাচার’ এবং ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ— বিজেপি শাসিত রাজ্যে পরিকল্পিতভাবে বাঙালিদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এই গুরুতর অভিযোগের প্রতিবাদে শুক্রবার বিকালে উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি বিশাল বাইক মিছিল বের করে কংগ্রেস।
বনগাঁ থেকে পেট্রাপোল পর্যন্ত মিছিল
জানা গিয়েছে, ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে এই মিছিলের আয়োজন করা হয়। শহর কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে বাইক মিছিলটি সীমান্ত এলাকা পেট্রাপোল পর্যন্ত পৌঁছায়।
এই প্রতিবাদ মিছিলে অংশ নেন রাজ্য ও জেলা কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। উপস্থিত ছিলেন—
প্রদেশ নেতৃত্ব অমিতাভ চক্রবর্তী।
উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায়।
প্রাক্তন বিধায়ক আবদুল মান্নান।
নেতৃত্বের দাবি, বহু সাধারণ কংগ্রেস কর্মী এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা বাঙালিদের প্রতি হওয়া অবিচারের বিরুদ্ধে দলের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয়।
রাজনৈতিক চাপান-উতোর তুঙ্গে
বিজেপি শাসিত রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে বাঙালিদের নাম বাদ দেওয়ার কংগ্রেসের এই অভিযোগ আসন্ন নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে এক নতুন বিতর্ক সৃষ্টি করল। কংগ্রেস নেতৃত্বের বার্তা স্পষ্ট—ভোটের মুখে বাঙালি ভোটাধিকার রক্ষায় তারা কোনো আপোস করবে না। এই বাইক মিছিলকে অনেকেই কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বাঙালি আবেগকে উসকে দিয়ে রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টা হিসেবে দেখছেন।