পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচতে চান? হাতের কাছেই রয়েছে কায্যকর সমাধান

গরমকালে খাবারদাবার তো বটেই, জামাকাপড়-বিছানাপত্রেও পিঁপড়ে হামলা চালায়৷ দিনের শেষে শয্যার শরণ নিলেই যদি কুটুস-কুটুস কামড়ে বিপর্যস্ত হতে হয়, তা হলে তো মহা মুশকিল! অনেক সময় কোনও পোকা মারার ওষুধই পিঁপড়ের বিরুদ্ধে যথাযথ অস্ত্র হয়ে উঠতে পারে না৷ তা ছাড়া খাবার জিনিসপত্র, শোবার জায়গা বা জামাকাপড়ের উপর পোকা মারার ওষুধ ছড়ালে তার ক্ষতিকারক প্রভাবও হতে পারে৷ তার চেয়ে এমন কয়েকটি টোটকা ট্রাই করে দেখুন যা আপনার হাতের কাছেই মজুত রয়েছে এবং কোনও রাসায়নিক বিক্রিয়ারও বিন্দুমাত্র আশঙ্কা নেই৷

দারচিনি: আপনি যে ক্যাবিনেটে খাবার রাখেন, তার মধ্যে এবং আশপাশে খানিকটা দারচিনির গুঁড়ো ছড়িয়ে রেখে দিন৷ টেবিলে খাবার বা ফল ঢাকা দিয়ে রাখলেও তার চারপাশে দারচিনির পাউডার ছড়িয়ে রাখুন, পিঁপড়ে আসবে না৷ দারচিনির এসেনশিয়াল অয়েলও বাজারে কিনতে পাওয়া যায়, তার কয়েক ফোঁটা তুলোয় নিয়েও ফ্রিজে বা খাবারের ক্যাবিনেটে রাখতে পারেন৷ একই কাজ হবে৷

লেবুর রস: ঘরের কোণ দিয়ে সার বেঁধে পিঁপড়ের সারি চলেছে আর খাবার-দাবারের গন্ধ পেলেই চাক বেঁধে হাজির হচ্ছে? ঘর মোছার জলের বালতিতে সরাসরি লেবুর রস মিশিয়ে নিন৷ বেশ খানিকটা মেশাবেন, বেশি পাতলা হয়ে গেলে লেবুর গন্ধটা থাকবে না৷ লেবুর গন্ধে পিঁপড়েরা আর খাবারের গন্ধ পায় না৷ ফ্রিজেও যদি পিঁপড়ের আনাগোনা থাকে, তা হলে সেখানেও লেবুর রস প্রয়োগ করে দেখতে পারেন৷ সমান পরিমাণ লেবুর রস আর জল মিশিয়ে আপনার নিজস্ব স্প্রে তৈরি করে নিন৷ বিছানার খাঁজেও প্রয়োগ করতে পারেন, তবে অতিরিক্ত মাত্রায় নয়, তা হলে চটচটে লাগতে পারে৷

শুকনো লঙ্কা: শুকনো লঙ্কার তীব্র ঝাঁজ নাকি পিঁপড়েদের দিগভ্রান্ত করে দেয়, তারা আর বাসায় ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পায় না৷ রান্নাঘরে বা ক্যাবিনেটে যদি পিঁপড়ের আক্রমণ বাড়ে, তা হলে গোটা শুকনো লঙ্কা রেখে দিন সেখানে৷ শুকনো তাওয়ায় ভেজে নেওয়া শুকনো লঙ্কাও পিঁপড়ের হাত থেকে বাঁচাতে সক্ষম৷

পিপারমিন্ট: পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল জলে মিশিয়ে স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন৷ বেশ কয়েকটি পুদিনার পাতা এক গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিন এবং স্প্রে করুন চারদিকে৷ চড়া গন্ধে পিঁপড়ের দল পালাতে পথ পাবে না!

সাদা ভিনিগার: সমান পরিমাণে সাদা ভিনিগার আর জল মিশিয়ে ভরে নিন স্প্রে মেশিনে৷ এই স্প্রে ছিটিয়ে দিলে পিঁপড়ের হাত থেকে তখনই মুক্তি পাবেন৷ তবে প্রতিবার ব্যবহারের আগে অবশ্যই একবার বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন৷

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy