ঝারুর মতো রুক্ষ চুল হবে রেশমের মতো নরম, সিল্কি! বাড়ির তৈরি এই হেয়ার সিরামেই লুকিয়ে জাদু

চুলের যত্নে শ্যাম্পু-কন্ডিশনারের পাশাপাশি এখনও কদর বেড়েছে হেয়ার সিরামেরও। চুলে যাতে জট না পরে, রুক্ষ্ম ভাব দূর হয়, আর্দ্রতা বজায় থাকে এবং ঝলমলে হয়, সেই কারণেই সিরাম ব্যবহার করা।

তবে বাজারচলতি সিরাম না কিনে, বাড়িতেই বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে সিরাম বানিয়ে চুলের যত্নআত্তি করতে পারেন। রইল এমনই কয়েকটি হেয়ার সিরামের হদিশ।

অ্যালোভেরা হেয়ার সিরাম

অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে মিক্সিতে ব্লেন্ড করে নিন। এতে গোলাপ জল, ভিটামিন ই তেল এবং নারকেল তেল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এতে জ্যাসমিন এসেনশিয়াল অয়েল মেশালে আরও ভালো ফল পাবেন। চুলে ব্যবহার করার আগে ভালো ভাবে ঝাঁকিয়ে নেবেন। ঘরে তৈরি এই হেয়ার সিরাম চুলের গোড়া মজবুত করে এবং চুলে জেল্লা ফেরায়।

ল্যাভেন্ডার এবং গোলাপ জল

ক্যাস্টর অয়েলের সঙ্গে জোজোবা তেল মিশিয়ে নিন। এই মিশ্রণে কয়েক ফোঁটা গোলাপ জল এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলও মেশান। বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। প্রয়োজনমতো ব্যবহার করুন। তৈলাক্ত স্ক্যাল্পের জন্য খুব উপকারী এই হেয়ার সিরাম।

আর্গান তেল এবং অ্যাভোকাডো তেল

আর্গান তেল, অ্যাভোকাডো তেল, জোজোবা তেল এবং গ্রেপসিড তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে বোতলে ভরে রাখুন। শ্যাম্পুর করার আগে বা পরে সিরামটি ব্যবহার করতে পারেন। এই হেয়ার সিরাম চুলের জেল্লা বাড়ায়, স্ক্যাল্প সুস্থ রাখে এবং চুল গজাতে সাহায্য করে।

জোজোবা তেল এবং সয়া তেল

সয়া তেল, জোজোবা তেল, অলিভ অয়েল এবং নারকেল তেল মিশিয়ে বোতলে ঢেলে দিন। ভেজা চুলে এই সিরাম লাগিয়ে নিন। Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy