নিমপাতার অসাধারণ গুণের কথা কমবেশি সকলেরই জানা। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিভিন্ন শারীরিক সমস্যায় দারুণ কাজ করে। এমনকি অরুচি হলে জিভে স্বাদ ফেরাতেও নিমের জুড়ি মেলা ভার। তবে অনেকেরই হয়তো অজানা যে, নিমের সাহায্যে চুলের যত্নও সম্ভব। অন্যান্য অনেক প্রাকৃতিক উপাদানের মতোই নিম চুলের বিভিন্ন সমস্যা সমাধানে এক অসাধারণ ভূমিকা পালন করে। চলুন, জেনে নেওয়া যাক চুলের কোন কোন সমস্যায় নিম বিশেষভাবে কার্যকর।
খুশকির সমস্যা থেকে মুক্তি
নারী-পুরুষ উভয়েরই অন্যতম প্রধান সমস্যা হলো খুশকি। বর্ষা বা শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায়। এর সঙ্গে স্ক্যাল্পে দেখা দেয় চুলকানি বা অস্বস্তিকর ইচিং। খুশকি বেশি থাকলে চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে নিম হতে পারে আপনার তুরুপের তাস। নিমের মধ্যে থাকা অ্যান্টি-ফাঙ্গাল উপাদান খুশকি দূর করে এবং চুলকানি কমাতে সাহায্য করে।
নতুন চুল গজানো ও চুলের বৃদ্ধি
চুলের বৃদ্ধি বা গ্রোথের পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে নিম। নিমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলি হেয়ার ফলিকল এবং চুলের গোড়া শক্ত করে। এর ফলে চুল পড়ার সমস্যা কমে আসে এবং চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি ঘটে, এমনকি নতুন চুল গজাতেও উৎসাহিত করে।
অকালপক্কতা রোধে নিম
অল্প বয়সে চুল পেকে যাওয়া আজকাল একটি সাধারণ সমস্যা। এই সমস্যা দূর করতেও নিম কার্যকর। জানা গেছে, নিমের মধ্যে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট অকালপক্কতার সমস্যা কমাতে সাহায্য করে। অর্থাৎ, অসময়ে চুল সাদা হয়ে যাওয়া রোধ করতে নিমের ভূমিকা অনস্বীকার্য।
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে নিম
চুলের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে তাকে মোলায়েম রাখতে সাহায্য করে নিম। বিশেষ করে চুলের ডগার অংশে ভাল কন্ডিশনারের কাজ করে নিম। এর ফলে চুল নরম ও উজ্জ্বল হয়। এক কথায়, নিম একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখতে দারুণ কার্যকরী।
সুতরাং, বাড়িতে তৈরি নিমের হেয়ার প্যাক ব্যবহার করে শ্যাম্পু করে নিলে চুলের অনেক সমস্যারই সমাধান হবে। প্রাকৃতিক উপাদানের সাহায্যে ত্বক এবং চুলের পরিচর্যা করা সবসময়েই স্বাস্থ্যকর এবং কার্যকর। সেই তালিকায় এবার আপনার চুলের যত্নে যুক্ত হলো নিমের নাম।