সতর্কবার্তা! নিত্য প্রয়োজনীয় টুথপেস্ট ব্যবহারেও হতে পারে মৃত্যু! বলছে গবেষণা

প্রতিদিন সকালের নিত্য প্রয়োজনীয় দ্রবের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত টুথপেস্ট। টক্সিকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, টুথপেস্টে ট্রিকলোসান উপাদান অতিরিক্ত ব্যবহারের ফলে ক্যান্সারের সেলের বৃদ্ধি ঘটাতে পারে। মানুষের চামড়া ভেদ করে শরীরে ঢুকে বিভিন্ন হরমোন এবং বিভিন্ন গ্রন্থীর স্বাভাবিক কাজকর্ম ব্যহত করে এই রাসায়নিকটি। ট্রিক্লোসানের এই ক্ষতিকর দিকটি সামনে আসার পরেও তাদের টুথপেস্টে এই উপাদানের ব্যবহার বন্ধ করেনি। বরং তাদের দাবি, এই উপদান মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। কানাডায় ইতোমধ্যেই এই উপাদানের ব্যবহার বন্ধ করা হয়েছে।bs

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy