সতর্কবার্তা! অত্যাধিক জিন্সপ্যান্ট পড়লেই হতে পারে আপনার মারাত্মক বিপদ, বলছে নতুন গবেষণা

বুড়ো, নারী-পুরুষ নির্বিশেষে গোটা বিশ্বই এখন জিন্সপ্যান্টের দখলে। নানা রূপে জিন্স মানুষের মন জয় করেছে কয়েক দশক আগেই। অন্য পোশাকের অভ্যস্তরাও মাঝে মধ্যেই জিন্স বেছে নেন। স্টাইল বদলায় কিন্তু জিন্স থেকেই যায়। তবে জিন্সেও কিন্তু বিপদও আছে। কেননা জিন্স পরিধানে আপনি আপনার কিডনিরও ক্ষতি করতে পারেন! চলুন জেনে নেয়া যাক জিন্স সম্পর্কে কিছু তথ্য-

‘স্কিনি জিনস’ পুরুষদের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক ক্রিয়ায় প্রভাব ফেলে। মূত্রনালি, মূত্রথলিতে ইনফেকশন ছাড়াও অণ্ডকোষের সমস্যায় আক্রান্ত হওয়ার ভয় থাকে। চিকিৎসকরা বলেন, বীর্যধারণ ক্ষমতাও কমিয়ে দিতে পারে স্কিন টাইট জিন্স।

এমন জিন্স পরা উচিত, যা শরীর সঙ্গে প্রবলভাবে সেঁটে থাকবে না। শরীর ও প্যান্টের মধ্যে জায়গা থাকা জরুরি। আঁটোসাঁটো জিনস কিডনিরও ক্ষতি করতে পারে। কি ভাবছেন? চিন্তা কিসের আমরা তো আছি, আপনাদের কে এমন তথ্য জানাতে। তবে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। আমাদের কে ফলো করতে এখুনি।bs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy