শ্বাসকষ্টে সল্ট থেরাপি কীভাবে কাজে লাগাবেন, জানুন পদ্ধতি

এই কঠিন সময়ে আমাদের ফুসফুসকে সুস্থ রাখা খুব জরুরি। অনেকের মতে, ফুসফুসের নানা সমস্যার সমাধান দেবে লবণ থেরাপি ‘সল্ট থেরাপি’। এর পাশাপাশি ত্বকের নানা রোগও সারাতে পারে সল্ট থেরাপি। এমনকি অনেকের মত, উদ্বেগ বা অবসাদের সমস্যার নিরাময়ও হতে পারে এতে।

লবণ থেরাপির প্রকারভেদ

সাধারণত দুইভাবে সল্ট থেরাপি করা হয়। একটি শুকনো, অন্যটি আর্দ্র। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত-

শুকনো থেরাপি

এক্ষেত্রে কৃত্রিম ভাবে তৈরি করা লবণের ঘরে কাউকে বসানো হয়। ভেতরকার বাতাসে থাকা লবণ শ্বাসের সঙ্গে তার ফুসফুসে যায়। ফুসফুসের নানা রোগ প্রতিরোধ করে এবং শ্বাসনালির মিউকাস পরিষ্কার করে শ্বাসপ্রশ্বাসের পথ পরিষ্কার করে। নোনা বাতাস ত্বকের মধ্যে প্রবেশ করে, সেখানকার নানা সংক্রমণও আটকায়।

আর্দ্র বা ভেজা থেরাপি

এভাবে লবণের থেরাপি নেয়াটা নতুন কিছু নয়। লবণ জলে কুলকুচি করা বা স্নানের জলে লবণ মিশিয়ে তা দিয়ে স্নান করা এর মধ্যে পড়ে।

তবে মনে রাখা দরকার, এই থেরাপির সাহায্য নেয়ার আগে অবশ্যই চিকিৎকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শুকনো লবণের থেরাপিতে কতক্ষণ থাকা উচিত, তা চিকিৎসকের থেকে ভালো করে জেনে নিতে হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy