মানুষের ভাগ্য যে কখন বদলে যায় তা বোঝা কঠিন। অনেকে হাজারো চেষ্টা করেও ভাগ্যের বদল করতে পারে না। আবার অনেকের ভাগ্য হঠাৎ করেই উন্নত হয়ে যায়। যদিও আমরা সবাই চাই আমাদের ঘুমন্ত ভাগ্য হঠাৎ করে জেগে উঠুক। কিন্তু এমনটা মনে করলেই যে হবে তা নয়।
তবে কিছু সঙ্কেত আছে যা থেকে বোঝা যায় ভাগ্য চমকাতে চলেছে। জ্যোতিষমতে, এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হঠাৎ বাড়িতে এলে ভাগ্যের উদয় হয় খুব দ্রুত। চলুন জেনে নেয়া যাক সে জিনিসগুলো কী কী—
>> হঠাৎ যদি বাড়িতে সাদা পায়রা এসে বসে তাহলে সেই বাড়িতে ধন বৃদ্ধি হবেই।
>> বাড়িতে হঠাৎ যদি গরু চলে আসে তাহলে জানবেন খুব তাড়াতাড়ি আপার সম্মান বৃদ্ধি পেতে চলেছে।
>> ভুল করে যদি কোনো শুভ সংবাদ বাড়িতে চলে আসে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন শুরু হতে চলেছে।
>> বাড়িতে হঠাৎ টিয়া পাখি এসে বসা অত্যন্ত শুভ লক্ষণ। যদি সেই টিয়া পাখির একটি পালক বাড়িতে পড়ে তাহলে বুঝবেন আপনার সুখের সময় শুরু।
>> যদি আশেপাশের বাড়ি থেকে কোনো ফুল উড়ে এসে পড়ে, তাহলে ভাগ্যের উন্নতি হয় খুব দ্রুত। যদি সাদা রঙের ফুল হয় তবে আরো সুফল পাওয়া যায়।