মুখ ধোয়ার সময় হঠাৎ চোখে সাবান ঢুকে গিয়েছে? ভয় না পেয়ে জেনেনিন কি করবেন

স্নান করার সময় কিংবা মুখ ধুতে গেলে অনেক সময় অসতর্কতার কারণে চোখে সাবান বা ফেসওয়াস ঢুকে যায়। যা খুবই যন্ত্রণাদায়ক। কারণ চোখে সাবান ঢুকলেই জ্বালা ভাব শুরু হয়ে যায়। তাকাতে অস্বস্তি লাগে। তখন কী করবেন বুঝে উঠতে পারেন না।

তাই জানা জরুরি চোখে সাবান ঢুকলে কী করা উচিত। যাতে অস্বস্তির থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এবং চোখ ভালো থাকে। চলুন তবে জেনে নেয়া যাক চোখে সাবান ঢুকলে কী করা উচিত-

>> চোখে সাবান ঢুকে অস্বস্তি হলেই সবার আগে চোখে হাত দিয়ে ফেলেন অনেকে। কেউ কেউ একটুতেই চোখ কচলান। কিন্তু এতে জ্বালা আরো বাড়তে পারে। তাই চোখে সাবান চলে গেলে এই কাজটি করা যাবে না।

>> হাতে সাবান লেগে থাকলে তা ভালোভাবে ধুয়ে নিন। তারপরেই বারবার জলের ঝাপটা দিতে থাকুন। চোখ থেকে সাবান সরাতে সময় লাগে। তাই জ্বালা ভাব কমার জন্য মিনিট দশেক অপেক্ষা করতে হবে। যদি তাতেও না কমে জ্বালা, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

>> খেয়াল রাখা জরুরি, চোখে জল দেওয়ার সময়ে যেন হাত থেকে সাবান বা স্যানিটাইজার আবার চোখে প্রবেশ না করে। এই দু’টি জিনিসই চোখের জন্য ক্ষতিকর। ফলে তা এড়িয়ে চলা জরুরি

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy