ভুল চার্জার দিয়ে ফোন চার্জ করছেন? এতে ফোনের মেয়াদ কমছে নাতো?

মোবাইল ফোন ভালো রাখার একটি পন্থার মধ্যে চার্জার গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইলের চার্জার অরজিনাল ও ভাল না হলে ফোন নষ্ট হুয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তবে অনেকেই আমরা যখন তখন যেকোন চার্জার পেলেই ফোন চার্জে দিয়ে থাকি। এর এ কাজটাকেই উচিত নয় বলে জানিয়েছে বিশেষজ্ঞরা, এমনকি নিজের পাওয়ার ব্যাংকও অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়।

যেকারণে অন্য চার্জার দিয়ে ফোন চার্জ দেয়া উচিত নয় : ব্যাটারির ক্ষমতা অনুযায়ী প্রতিটি ফোনের উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াট, ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিলিয়ে চার্জার বানায়। তাই অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ দিলে ব্যাটারি ড্যামেজ হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে দ্রুত ব্যাটারির আয়ু ফুরিয়ে যায়। এছাড়াও ফোনের চার্জারের অ্যাম্পিয়ারের হেরফেরের কারণে ব্যাটারিতে আগুন ধরে যাওয়ারও আশঙ্কার রয়েছে।

অনেকেই ল্যাপটপ কিংবা ডেস্টটপের ইউএসবি পোর্ট দিয়ে ফোনে চার্জ দেন। এটাই কখনওই করবেন না। এতে ব্যাটারি খুব ধীরে চার্জ নেয়। ফলে ব্যাটারির সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়।

অনেক ফোনের ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সেজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাস্ট চার্জ দিতে সক্ষম এমন চার্জার বানায়। এই চার্জার দিয়ে যদি স্লো চার্জিং ব্যাটারি চার্জ করা হয়। তবে ওই ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে।

একই কোম্পানির একই মডেলের চার্জারটি যদি অন্যেরও হয়, তবে সেটা দিয়ে আপনার ফোন চার্জ করতে পারেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy