ভিডিও কল করা যাবে জি-মেইল থেকেই, শিখেনিন এবার আপনিও!

গত দুই বছরে ভিডিও কলের ব্যবহার বহুগুণ বেড়েছে। বিশেষ করে করোনা পরিস্থিতিতে ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে সবার। অনেক ক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। মিটিং, ক্লাস, আড্ডা দেওয়ার অন্যতম মাধ্যম ছিল অনলাইন ভিডিও কল।
ভিডিও কলের জন্য জুমসহ গুগল মিটিং ছিল ভরসা। তবে ভিডিও কল কিংবা মিটিংয়ের জনপ্রিয়তা বিবেচনা করে বিশেষ এই ফিচার নিয়ে এসছিল জি-মেইল। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে।

এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে জি-মেইলে ভিডিও কল করতে পারবেন-

* প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
* মিট সেকশন থেকে নিউ মিটিং-এ ক্লিক করুন।
* লিংক বা ইমেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন।
* মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
* মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

যদি অন্য কারো আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করতে চান তাহলে-

* প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
* নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিংকে ক্লিক করুন।
* মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
* মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy