ফেসওয়াশের পরিবর্তে ব্যবহার করুন মধু, তারপর দেখুন চমক

ত্বক পরিষ্কারের জন্য কমবেশি আমরা সবাই ফেসওয়াশ ব্যবহার করে থাকি। তবে ফেসওয়াশে অনেক ধরনের ক্ষতিকর রাসায়নিক থাকে, যা ত্বকের উপকার করার বদলে ক্ষতিই করে বেশি। তাই আপনার উচিত মুখ ধোওয়ার জন্য ফেসওয়াশের কোনো প্রাকৃতিক বিকল্প খুঁজে বের করা। তাহলেই ত্বকের ক্ষতি এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, খাঁটি মধুই হয়ে উঠতে পারে এই বিকল্প। কারণ মধু একদিকে প্রোটিনের সম্ভার, অন্যদিকে তাতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, এবং মিনারেল। ফলে এটি একদিকে যেমন ত্বকে জমে থাকা ক্ষতিকর মাইক্রোব দূর করে, তেমনই মুখের ত্বকে প্রয়োজনীয় ময়েশ্চারও জোগান দেয়। পরিণামে ত্বক দিনে দিনে আরও উজ্জ্বল হয়ে ওঠে। তাই বলা যেতে পারে, ফেসওয়াশের প্রাকৃতিক বিকল্প মধু।

চলুন এবার জেনে নেয়া যাক ফেসওয়াশের পরিবর্তে কীভাবে মধু দিয়ে মুখ ধোবেন-

প্রথমে জল দিয়ে মুখটা ভিজিয়ে নিন। তারপর হাতে পরিমাণমতো মধু নিয়ে সারা মুখে আস্তে আস্তে ম্যাসাজ করুন ৫ থেকে ১০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন মুখ।

বিশেষজ্ঞরা বলছেন, এই কাজটি করলে সাত দিনেই মুখের ত্বকে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। মুখে ফুটে উঠবে উজ্জ্বলতা। তবে মধুতে আপনার ত্বকের অ্যালার্জি রয়েছে কি না, তা ডাক্তারের কাছ থেকে জেনে নেয়াই নিরাপদ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy