চুল পড়া সমস্যায় ভুগে থাকেন নারী-পুরুষ উভয়ই। তাইতো এর সমাধানে নানা উপায় অবলম্বন করেন অনেকেই। তবে রূপচর্চায় প্রসাধনীর ব্যবহারের চাইতে ভেষজ উপাদান বেশি কার্যকরী।
আর এর সমাধানে নানা সময়ে হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে, চুল পড়া রোধে থানকুনি পাতা বেশ কার্যকরী। সপ্তাহে ২ থেকে ৩ বার থানকুনি পাতা খেলে স্কাল্পের ভেতরে পুষ্টির ঘাটতি দূর হয়। ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে। এছাড়াও আরো একটি উপায়ে চুল পড়া রোধ করা সম্ভব। চলুন জেনে নেয়া যাক সেই উপায়টি-
পরিমাণ মতো থানকুনি পাতা নিয়ে তা থেঁতো করে নিন। এবার এর সঙ্গে পরিমাণ মতো তুলসি পাতা এবং আমলা মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর এই পেস্টটি সম্পূর্ণ চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে ১০ মিনিট রাখুন। তারপর চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এইভাবে থানকুনি পাতার পেস্ট চুলে ব্যবহার করুন। এক সপ্তাহেই ফলাফল নিজ চোখে দেখতে পাবেন।