চুলের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে চুলের আগা ফাটা। যা খুবই বিরক্তিকর। চুলের আগা ফেটে বিবর্ণ হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। এর থেকে রক্ষা পেতে অনেকে চুলও কেটে ফেলেন। যা মোটেও সঠিক সমাধান নয়।
এক্ষেত্রে ঘরোয়া দুটি প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার প্যাক আপনার সমস্যা সমাধান দেবে, তাও মাত্র ৩০ মিনিটেই! অবিশ্বাস্য হলেও সত্যি। এই হেয়ার প্যাক ৩০ মিনিটের জন্য ব্যবহার করলেই দূর হবে চুলের আগা ফাটা। চলুন তবে জেনে নেয়া যাক সেই জাদুকরী দুটি হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি-
মধু ও আমন্ড অয়েল হেয়ার প্যাক
একটি বাটিতে দুই টেবিল চামচ মধু নিন। তারপর এতে এক টেবিল চামচ আমন্ড অয়েল মেশান। এবার এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন মিশ্রণে। এবার হেয়ার প্যাকটি চুলের আগায় আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ভেষজ কিংবা মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
মধু ও অলিভ অয়েল হেয়ার প্যাক
একটি বাটি নিন। এতে একটি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি চুলের আগায় লাগিয়ে রেখে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
জরুরি টিপস
>> সপ্তাহে একবার চুলে ভেষজ হেয়ার প্যাক ব্যবহার করুন।
>> চুলে নিয়মিত তেল ব্যবহার করবেন। এতে আগা ফাটবে না সহজে।
>> কয়েক মাস পর পর চুলের আগা ছেটে ফেলবেন। এতে চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল।