গাঁজা সেবনে সারতে পারে ‍’ক্যান্সার‍, আদৌ সত্যি নাকি গুজব?

গাঁজা তৈরি হবে ওষুধ। আর তাতেই প্রশমিত হবে ক্যান্সার। এমনই আশার আলো দেখাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা। আগামী এক বছরের মধ্যে সেই ওষুধ তৈরি করবে বলে জানাচ্ছে কাউন্সিল ফর সায়েন্টিফিক এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। আপাতত এ্যান্ডভান্স স্টেজের ট্রায়াল চলছে বলে জানা গেছে। যে গাঁজা ড্রাগ হিসেবেও ব্যবহার করা হয় সেই গাঁজা থেকে ওষুধ তৈরির নিয়ে প্রশ্ন উঠলেও বিজ্ঞানীরা কিন্তু আশ্বাস দিচ্ছেন সত্যিই মিলবে সুফল।

জানা যাচ্ছে, দুটি নতুন ওষুধ আসতে চলেছে, যা বর্তমানে ব্যবহৃত ওষুধের তুলনায় অনেক বেশি কার্যকর হবে। যেমন বর্তমানে মরফিন যন্ত্রণা উপশমের জন্য ব্যবহার করা হয়। কিন্তু তার কিছু কুফল রয়েছে। গাঁজার ক্ষেত্রে সেটা নেই। এছাড়া কেমোথেরাপি চললে যেসব শারীরিক অসুবিধা হয়, সেগুলোর ক্ষেত্রেও কার্যকর হবে এই নতুন ওষুধ। দিল্লীর এইমসে প্রথম চালু করা হবে এই ওষুধ। আপাতত টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলছে গবেষণা।

দুটি ওষুধেরই মূল উপাদান হবে ‘ক্যানাবিডিয়ল।’ ক্যানাবিস গাছ থেকে এই উপাদান পাওয়া যায়। এটি নন-সাইকোএ্যাকটিভ। অর্থাৎ গাঁজার মতো এর থেকে মানসিক কোন এফেক্ট পড়বে না। এই ধরনের ওষুধ ইউরোপ-আমেরিকাতে ব্যবহার হয়। কিন্তু ভারতে তৈরি হলে, খরচ কমে যাবে অনেকটাই। কাউন্সিল ফর সায়েন্টিফিক এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রধান বিশ্বকর্মা বলেন, ক্যানাবিস আসলে খুবই উপকারী। তবে এটা নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। এটির অপব্যবহার করা হয়ে থাকে।’ এই ওষুধ যেহেতু ভারতে তৈরি হবে, তাই এর দামও মানুষের সাধ্যের মধ্যে থাকবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy