সুবাস ছড়াতে কর্পূরের জুড়ি নেই। তাইতো পূজা-পাঠে কর্পূরের ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে। তবে কেবল সুবাস ছড়াতেই নয়, নিরাময় ক্ষমতার জন্যও কর্পূরের রয়েছে সুপরিচিত। ঘর ও শরীরকে ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে সহ্যক কর্পূর। তাইতো কর্পূরকে অত্যন্ত প্রয়োজনীয় একটি ওষুধ বলেই মনে করা হয়।
এছাড়াও কর্পূরকে নানা কাজে ব্যবহার করতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক কর্পূরের সাতটি আশ্চর্য ব্যবহার সম্পর্কে-
>> গাঁটের ব্যথাতে কর্পূর বেশ উপকারী।
>> কর্পূরের গন্ধে মন ও মস্তিষ্ক দুটোই সতেজ থাকে।
>> কর্পূর তেল মাথায় মাখলে মাথা ঠাণ্ডা থাকে এবং এর গন্ধে ঘুম আসতে সাহায্য করে।
>> কাপড়ের ভাঁজে বা আলমারির মধ্যে কর্পূর রেখে দিলে পোকামাকড় হয় না। জামাকাপড় ঠিক থাকে।
>> কালো ও মজবুত চুলের জন্যও কর্পূর খুব উপকারী। মাথার তেলে কর্পূর মিশিয়ে মাখলে রক্তপ্রবাহ বাড়ে ও চুল মজবুত হয়।
>> চুলকানি থেকে রেহাই পেতেও কর্পূর ওষুধের মতো কাজ করে। কর্পূরের গুলি ত্বকে লাগালে চুলকানি বা বিভিন্ন চর্মরোগ কমে।
>> সর্দিতে নাক বন্ধ থাকলে, শ্বাসকষ্ট হলে, হাঁচি হলে কর্পূরের সাহায্যে এগুলোর সমাধান করা যেতে পারে। গরম জলে কর্পূর ঢেলে তার ভাপ নিলে আরাম পাবেন।bs