ত্বকে ময়লা, তেল ও ধুলা জমার কারণে ছিদ্রগুলো আটকে যায়। এ কারণে বাতাসের সংস্পর্শে আসার কারণে এগুলো কালো হয়ে যায়। নাকের উপর জমা এই ব্ল্যাকহেডস আপনার সৌন্দর্য কমিয়ে দেয়। কখনো কখনো নাকের উপর জমে থাকা ব্ল্যাকহেডস অপসারণ করা খুব কঠিন হয়ে পড়ে।
তাই ব্ল্যাকহেডস দূর করতে বিভিন্ন প্রাকৃতিক উপাদানও ব্যবহার করা যেতে পারে। সহজেই উপস্থিত কিছু জিনিস ব্ল্যাকহেডস দূর করতে কাজ করবে। এটি আপনার ছিদ্রগুলো গভীরভাবে কাজ করবে। চলুন জেনে নেয়া যাক কী কী উপায়ে নাকের ব্ল্যাকহেডস দূর করবেন-
যা যা প্রয়োজন: চালের আটা এক চামচ, অ্যালোভেরা জেল দুই চামচ।
যেভাবে করবেন: একটি পাত্রে এক চামচ চালের আটা নিন। এতে অ্যালোভেরা জেল দিন। এই দুইটি জিনিস ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি নাকে লাগান। এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এটি কালো দাগ দূর করতে সাহায্য করবে।