একই প্লাস্টিকের বোতলে জল পান করছেন? জেনে নিন মারাত্মক বিপদ!

জলকে আমরা জীবন বলি, আর এই জল আমরা সবচেয়ে বেশি পান করি প্লাস্টিকের বোতলে। কিন্তু জানেন কি, একই প্লাস্টিকের বোতলে দিনের পর দিন জল পান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে? বিশেষজ্ঞরা এই বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন।

ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দিনের পর দিন ব্যবহার করলে শরীরে ক্যান্সারের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’ (Bisphenol A)-সহ আরও বেশ কিছু বিষাক্ত উপাদান। একই বোতলে বারবার জল পান করলে এই ক্ষতিকারক উপাদানগুলো ধীরে ধীরে আপনার শরীরে প্রবেশ করতে থাকে।

কিডনি ও প্রজননতন্ত্রের সমস্যা
এই বিষাক্ত উপাদানগুলো রক্তে মিশে গেলে কিডনির সমস্যা তৈরি করতে পারে। যদি প্লাস্টিকের বোতলে গরম জল ভরা হয়, তাহলে এই ঝুঁকির মাত্রা আরও বৃদ্ধি পায়। ‘টাইপ ৭’ (Type 7) নামক এক ধরণের প্লাস্টিক থেকে প্রজননের সমস্যাও দেখা দিতে পারে। এছাড়াও, বিপিএ হরমোন ও ক্রোমোজোমের সমস্যাও ডেকে আনতে পারে বলে জানা গেছে।

হৃদরোগ ও ডায়াবেটিসের উচ্চ ঝুঁকি
গবেষণায় দেখা গেছে, যাদের মূত্রে বিপিএ রাসায়নিকের ঘনত্ব বেশি, তাদের হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক বেশি। এর পাশাপাশি, এই ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ২.৪ গুণ বেশি বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহতা
প্লাস্টিকের বোতল ব্যবহারের ফলে আমাদের দেহে প্রবেশ করতে পারে ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’। প্লাস্টিকের আণুবীক্ষণিক কণাকে বিজ্ঞানের ভাষায় ‘মাইক্রোপ্লাস্টিক’ বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিক বোতলেই এই ক্ষতিকারক উপাদানটি পাওয়া গেছে।

তাই, প্লাস্টিকের বোতল ব্যবহারে সচেতন হোন। সম্ভব হলে কাঁচের বোতল বা স্টিলের বোতল ব্যবহার করুন এবং আপনার প্রিয়জনদেরও এই বিষয়ে অবগত করুন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy