বর্ষা আসতেই বেড়েছে মশার উৎপাত? ঘরোয়া উপায়ে করুন প্রতিকার

একটা মশা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে! এ কথা আমরা সকলেই জানি, মশা থেকেই ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ ছড়ায়। তাই একাধিক আগাম সতর্কতা নেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষকে মশা যেন একটু বেশিই কামড়ায়। এমনটা কেন হয়, কখনও ভেবে দেখেছেন? এটা কি শুধুই মনের ভুল, নাকি সত্যি সত্যিই কিছু মানুষকে মশা অন্যদের তুলনায় বেশি কামড়ায়! আসুন জেনে নেওয়া যাক…

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউসি ডেভিস ইউনিভার্সিটির একদল গবেষকদের মতে, কিছু কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিক বেশি পরিমাণে থাকে। আর প্রিয় রাসায়নিকের গন্ধে মশারা ওই সব মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। অনেকেই অনেক সময় ঠাট্টা করে বলেন, ‘যাঁদের রক্ত মিষ্টি, তাঁদেরই মশা বেশি কামড়ায়। এটা ঠাট্টা করে বলা হলেও আসল বিষয়টাও অনেকটা তেমনই। অন্তত এমনটাই দাবি মার্কিন গবেষকদের।

ইউসি ডেভিস ইউনিভার্সিটির অধ্যাপক, গবেষক লার্ক কফি জানান, মানুষের শরীরের গন্ধ এবং নিঃশ্বাসের সঙ্গে নির্গত কার্বন ডাই-অক্সাইডের মাধ্যমে মশা আকৃষ্ট হয়। একেক জনের শরীরের গন্ধ একেক রকমের হয়। কোনও কোনও মানুষের শরীরের গন্ধ মশাকে বেশি আকৃষ্ট করে। আমাদের ত্বক থেকে নিঃসৃত ল্যাকটিক অ্যাসিডের গন্ধ মশাকে বেশি আকৃষ্ট করে। অধ্যাপক লার্কের মতে, যাঁদের শরীর থেকে অন্যদের তুলনায় বেশি ল্যাকটিক অ্যাসিড নির্গত হয়, তাঁদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়, তাঁদেরকেই মশা বেশি কামড়ায়।

দীর্ঘ পরীক্ষার পর মার্কিন গবেষকরা জানিয়েছেন, যাঁদের রক্তের গ্রুপ ‘ও’ (O Blood group), তাঁদেরকেই মশা বেশি কামড়ায়। তবে এ ছাড়াও যাঁদের শরীর অতিরিক্ত মেদযুক্ত, গর্ভবতী মহিলাদের বা যাঁদের নিয়মিত মদ্যপানের অভ্যাস রয়েছে, তাঁদের মশা অন্যদের তুলনায় বেশি কামড়ায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy