আপনি কীভাবে বসেন, হাঁটেন কিংবা কথা বলেন, এমনকি কপালের ভাঁজ, তিল ইত্যাদি আপনার সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করে। তবে কি জানেন, খাবার খাওয়ার ধরন দেখেও কিন্তু টের পাওয়া যায় আপনার ব্যক্তিত্ব কেমন? নিশ্চয়ই অবাক হচ্ছেন! চলুন তবে জেনে নেওয়া যাক-
>> যারা ধীরে ধীরে খাবার খায়, তাদের সাধারণত অনেক ধৈর্য থাকে। তারা প্রতিটি কামড়ের স্বাদ গ্রহণ করতে ভালোবাসেন। এজন্য খেতে সময় নেন। যা ধৈর্যের বহিঃপ্রকাশ।
এ ধরনের মানুষেরা তাদের কর্মজীবনেও একই প্যাটার্ন অনুসরণ করে। যদিও ধীরে ধীরে খাওয়ার বিষয়টি আশেপাশের মানুষের কাছে বিরক্তির কারণ হতে পারে।
>> অনেকেই দ্রুত খাবার খান, তারা মাল্টিটাস্কার। এমন ব্যক্তিরা কখনো সময়সীমা মিস করেন না। প্রকৃতপক্ষে তারা নির্দিষ্ট কোনো কাজ আগে থেকেই করে রাখেন। এ ধরনের লোকেরা খুব প্রতিযোগিতামূলক হন।
>> যদি খাওয়ার সময় অন্যের প্লেটে সার্ভিং করতে পছন্দ করেন, তাহলে আপনি একজন গোছানো স্বভাবের ব্যক্তি। যিনি মানুষের প্রতি যত্নবান।
এমন ব্যক্তিরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন। অগোছালো ও অপরিষ্কার ঘর-বাড়ি বারবার গোছানোর অভ্যাস থাকে তাদের।
>> আপনি যদি কষ্ট করে রান্না না করে রেস্টুরেন্টে কিংবা অনলাইনে অর্ডার করেই বেশিরভাগ সময় খেয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই অলস ব্যক্তি।
এ ধরনের মানুষদের ব্যর্থ হওয়ার ভয় থাকে। তবে তারা শিখতে ও প্রশ্ন করতে আগ্রহী থাকেন অন্যদের চেয়ে।
>> খাওয়ার সময় কি আপনার প্লেট অগোছালো হয়ে থাকে! সব তরকারি মিলিয়ে কিংবা খাবার প্লেটে ছড়িয়ে খান? এমন দৃশ্য দেখতে নোংরা লাগলেও, যারা এভাবে খান তারা কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ ও কাজের ক্ষেত্রেও দায়িত্ববান হন।
তারা কাজ পছন্দ করেন। এমন ব্যক্তিরা জানেন কীভাবে তাদের প্রিয়জনকে সময় দিতে হয়। তবে কখনো কখনো তারা সময়জ্ঞান হারিয়ে ফেলেন।
>> যারা নতুন নতুন খাবার খেতে আগ্রহী কিংবা পরীক্ষামূলক খাবার তৈরি করতে পছন্দ করেন, তারা স্বভাবতই জীবনে ঝুঁকি নিতে পারেন। এমন ব্যক্তিরা সব সময় রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার চেষ্টা করেন। তারা প্রচণ্ড সাহসী হন।
>> অনেকেই খাওয়ার সময় শব্দ করে খান। যদিও এ অভ্যাস অন্যের বিরক্তির কারণ হতে পারে। তবে জানেন কি, এ ধরনের মানুষেরা বহির্মুখী ও খুব বন্ধুত্বপূর্ণ হন। অন্যরা তাকে নিয়ে কী ভাবছেন, সে বিষয়ে ভাবেন না এমন ব্যক্তিরা।