মাঝেমধ্যেই দাঁতের ব্যাথায় ভুগছেন? নিমেষেই এই ব্যথা থেকে মুক্তির উপায় জেনেনিন

দাঁতের ব্যথা খুবই সাধারণ একটা সমস্যা। এমন সমস্যা দেখা যায় সব বাড়িতেই দেখা যায়। সাধারণ সমস্যা হলেও কখনও কখনও দাঁতের ব্যথা মারাত্মক আকার নিয়ে অসহ্য হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নানা কারণে দাঁতে ব্যথা হতে পারে। ক্যাভিটি, ইনফেকশন, ক্যালশিয়ামের অভাব এছাড়া আরও অনেক কারণ রয়েছে দাঁতে ব্যথা হওয়ার। বহু মানুষ দাঁতের ব্যথা সহ্য করতে না পারায় পেনকিলার খেয়ে থাকেন।

কার্যক্ষমতা শেষ হয়ে গেলই ফের অসহ্য যন্ত্রণা দেখা দেয়। পেনকিলার খাওয়ার পরিবর্তে ঘরোয়া টোটকা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা-

১. দাঁতের ব্যথা কমানোয় দারুণ সাহায্য করে পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ টুকরো করে কেটে নিতে হবে। এবার দাঁতে যেখানে ব্যথা হচ্ছে, সেখানে এক টুকরো পেঁয়াজ রেখে, সেদিক দিয়ে চিবিয়ে নিন। পেঁয়াজের রস ক্ষতিগ্রস্ত জায়গায় গেলে তা যন্ত্রণা থেকে মুক্তি দেবে।

২. এক গ্লাস হালকা গরম জলে অল্প বিটলবণ মিশিয়ে দিন। এবার সেই জল মুখে রাখতে হবে কিছুক্ষণ। দিনে ২ থেকে ৩ বার বিট লবণ দেওয়া জল মুখে রাখলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবেন।

৩. দাঁতের ব্যথা কমানোয় যুগ যুগ ধরে চলে আসছে সরিষার তেল এবং লবণের ব্যবহার। বহু বাড়িতে ঠাকুমারা এই টোটকা ব্যবহার করতেন। অর্ধেক চামচ লবণের সঙ্গে কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে তা দাঁতে লাগিয়ে ম্যাসেজ করুন। দাঁতের ব্যথা কমে যাবে।

৪. দাঁতের ব্যথা কমানোয় উপকারী রসুন। ২ থেকে ৩টি রসুন থেঁতো করে দাঁতে যেখানে ব্যথা করছে, সেখানে লাগিয়ে দিন।

তাৎক্ষণিক ব্যথা উপশমের জন্য এই টোটকাগুলো কাজে লাগাতে পারেন। তবে পরবর্তীতে দন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চলুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy