সকালে মাথাব্যথা আর বমিভাব? এগুলো হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ, দাবি চিকিৎসকদের

অনেকেই মনে করেন ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ হলো মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা। কিন্তু মাথাব্যথা মানেই ব্রেন টিউমার নয়। সাধারণত মাথাব্যথার ১ শতাংশেরও কম কারণ হলো ব্রেন টিউমার।

ব্রেন টিউমারের মাথাব্যথা সাধারণত শুরু হয় খুব ভোরে। সঙ্গে খিঁচুনি হতে পারে। খিঁচুনি সাধারণত হাতে,পায়ে বা অন্য কোনো স্থান থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই মাথাব্যথা সহজে দূর হয় না।

মস্তিষ্কের ভেতর পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হলে রোগীর দৃষ্টিশক্তি কমে আসে। রোগী সামনের অংশটুকু ভালো দেখতে পেলেও দুপাশে দেখতে পান না। এবং ধীরে ধীরে একপর্যায়ে অন্ধ হয়ে যান।

ব্রেনের সামনের অংশে বা ফ্রন্টাল লোবে টিউমার হলে রোগীর স্মৃতিশক্তি কমে যায়।

মাথা ব্যথার যন্ত্রনায় রোগী অস্বাভাবিক আচরণ করেন। দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। মটর এরিয়ায় টিউমার হলে যেদিকে টিউমার তার উল্টো দিকে প্যারালাইসিস হয়ে থাকে।

মস্তিষ্কের খুলির নিচের প্রকোষ্ঠে টিউমার হলে রোগী হাঁটতে গেলে পড়ে যান বা ভারসাম্য হারিয়ে ফেলেন। কানে ঠিকমতো শোনেন না। কথা স্পষ্ট করে বলতে পারেন না।

টিউমার বেশি বড় হয়ে গেলে রোগীর হঠাৎ মৃত্যু ঝুঁকি আছে।

ব্রেন টিউমার শনাক্তে এমআরআই করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সিটি স্ক্যানের প্রয়োজন হতে পারে। মাথাব্যথা অস্বাভাবিক মনে হলে ডাক্তারের পরামর্শ নিন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy