সাধারণভাবে মনে করা হয়, স্তন ক্যানসারের সমস্যায় ভোগেন কেবল নারীরাই। এ কারণে অনেক পুরুষই এই বিষয়টি নিয়ে তেমন একটা গুরুত্ব দেন না। তবে বাস্তবতা হলো, ব্রেস্ট বা স্তন ক্যানসার কোনো মেয়েলি অসুখ নয়।
ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের মধ্যেও স্তন ক্যানসার দেখা দিতে পারে। পুরুষদের বুকে স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণে কিছু অকার্যকরী স্তন কোষ থাকে। এই কোষগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে, তখনই পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের সমস্যা দেখা যায়।
গোটা বিশ্বে যত মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হন, তাদের মধ্যে প্রায় এক শতাংশ পুরুষ। আক্রান্তের সংখ্যা কম হলেও এই এক শতাংশের রোগ যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই আগে থেকেই সচেতন থাকা জরুরি। আর সচেতন থাকার জন্য পুরুষদের স্তন ক্যানসারের উপসর্গগুলো জানা অত্যাবশ্যক।
পুরুষদের স্তন ক্যানসারের কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ নিচে উল্লেখ করা হলো:
স্তনের চারপাশে কোনো ফোলা ভাব, দীর্ঘদিন ধরে থাকা দুর্গন্ধ অথবা কোনো ক্ষত তৈরি হলে আগে থেকে সচেতন হওয়া জরুরি।
স্তনবৃন্তের স্বাভাবিক রঙের পরিবর্তন দেখা দিতে পারে। এটি লালচে হয়ে যেতে পারে।
যে চামড়া স্তনকে ঢেকে রাখে, তাতে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। চামড়া কুঁচকে যেতে পারে এবং তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হতে পারে।
কোন বয়সের পুরুষদের মধ্যে বেশি দেখা যায় স্তন ক্যানসার?
সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সের পুরুষদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। তবে কম বয়সেও এটি হতে পারে। যদি পরিবারে আগে কারও ক্যানসারের ইতিহাস থাকে, তাহলে আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। এছাড়াও, যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, তাদের মধ্যেও পুরুষদের স্তন ক্যানসারের ঝুঁকি কিছুটা বেশি থাকে।
পুরুষদেরও স্তন ক্যানসার হতে পারে – এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।