জরায়ু ক্যান্সার এবং স্তন ক্যান্সার ছাড়াও নারীদের মধ্যে আরেকটি রোগের প্রকোপ বাড়ছে। সেটি হল থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সার খুব ধীরে ধীরে কোষের মধ্যে বেড়ে উঠে। ফলে তা প্রথম দিকেই বুঝতে পারাটা খুব কঠিন। তবে সময় মতো ধরা পড়লে এই ক্যান্সার থেকে বেঁচে যাওয়া সম্ভব। এজন্য আপনাকে এর সাধারণ এবং বিরল লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক সেগুলো কী…
১. গলার স্বরে পরিবর্তন
আপনার গলার স্বরে যে কোনো ধরনের পরিবর্তন হলেই সাবধান হয়ে যান। কারণ যখন ক্যান্সারাক্রান্ত কোষগুলো আপনার ভোকাল কর্ডের স্নায়ুগুলোকে আক্রমণ করে তখন ই এমনটা ঘটে।
২. নিঃশ্বাস নিতে বা খাবার গিলতে কষ্ট
ঘাড়ে টিউমার কোষ বেড়ে গেলে নিঃশ্বাস নিতে এবং খাবার গিলতে কষ্ট দেখা দেয়। এমনকি এর ফলে আপনার খাবার খাওয়া এবং কথা বলতেও কষ্ট হতে পারে।
৩. কফের সঙ্গে রক্ত
থাইরয়েড গ্রন্থি শ্বাসনালী এবং খাদ্যনালীর সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। ফলে থাইরয়েড ক্যান্সার হলে কফের সঙ্গে রক্ত যেতে পারে।
৪. ঘাড়ের পেছনে মাংসপিণ্ড
থাইরয়েড ক্যান্সার হলে আপনার ঘাড়ের পেছনের দিকে বাড়তি মাংসপিণ্ড তৈরি হতে পারে। এতে হয়তো কোনো ব্যথা নাও থাকতে পারে, কিন্তু এটি স্বাভাবিক নয়।
৫. কানে ব্যথা
থাইরয়েড গ্রন্থিতে টিউমার বা মাংসপিণ্ড এমনকি আপনার কানেও ব্যথার কারণ হতে পারে। ঘাড়ের নিচের দিকে চলে যাওয়া স্নায়ুগুলোতে প্রতিক্রিয়ার কারণে এটা হতে পারে।
৬. শ্বাসকষ্ট
যারা থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হন তাদের নিঃশ্বাস নেওয়ার সময়ও কষ্ট হতে পারে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে।