ঘরে বসে ফুসফুসের পরীক্ষা নেবেন যেভাবে? শিখেনিন উপায়

সাধারণত ফুসফুসের অবস্থা জানতে এক্স-রে করা উচিত। তবে এক্স-রে ছাড়াও কিন্তু জানতে পারবেন, আপনার ফুসফুস কতটা সুস্থ আছে। ঘরে বসেই একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমেই তা জানা যাবে।

ভারতের আহমেদাবাদ শহরের যায়দাস হাসপাতাল সম্প্রতি একটি ফুসফুস পরীক্ষার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। সেই অ্যানিমেটেড ভিডিওতে ফুসফুস পরীক্ষা করার একটা সহজ উপায় দেখানো হয়েছে।

এই ভিডিওটি শেয়ার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এটি এটি আপনার ফুসফুসের ক্ষমতা পরীক্ষা করার একটি দ্রুত এবং সহজ উপায়।

এ ভিডিওতে দেখতে পাবেন, একটি ফুসফুসের ছবি। তার চারদিকে একটি লাল বল ঘুরছে। বলটি ঘুরতে শুরু করলে শ্বাস বন্ধ করে নিন। ফুসফুসের ছবিটির নিচে ০ থেকে ১০ পর্যন্ত সংখ্যা লেখা আছে।

শ্বাস বন্ধ করে ২ নম্বর পর্যন্ত থাকতে পারলে আপনার ফুসফুস অবস্থা স্বাভাবিক। ৫ নম্বর পর্যন্ত থাকতে পারলে আপনার ফুসফুস শক্তিশালী। আর যদি ১০ নম্বর পর্যন্ত আপনি দম বন্ধ করে থাকতে পারেন; তাহলে বুঝবেন আপনার ফুসফুসে কোনো সমস্যা নেই। যাকে বলা যায় সুপার লাং।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy