সাধারণভাবে চিকিৎসক বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাদা অ্যাপ্রন পরিহিত, গলায় স্টেথোস্কোপ ঝোলানো এক মূর্তি। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন একজন চিকিৎসক সাদা অ্যাপ্রন পরেন? হয়তো এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা। আজ বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে আসুন জেনে নেওয়া যাক সাদা অ্যাপ্রন পরার নেপথ্যের কারণ।
উনিশ শতকের প্রথমার্ধে টিভি নাটকে চিকিৎসকদের কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা যেত। কারণ সেই সময় কালো পোশাককে আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করা হতো। এছাড়াও, গাঢ় রঙের পোশাকে রক্তের দাগ কম দৃশ্যমান হত। তবে সাদা পোশাকে চিকিৎসকদের আগমন খুব বেশি দিনের কথা নয়।
হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা সমাজের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই মূলত চিকিৎসকদের পোশাকে সাদা রঙের ব্যবহার শুরু হয়। শুধু তাই নয়, হাসপাতালের বিছানার চাদর থেকে শুরু করে পর্দা পর্যন্ত—সর্বত্রই সাদা রঙের আধিক্য দেখা যেতে থাকে।
মার্কিন চিকিৎসক ড. মার্ক এস হচবার্গ ২০০৭ সালে ‘আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নাল অব এথিকস’ নামক বিজ্ঞান সাময়িকীতে লিখেছেন, ‘সাদা রঙের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো—সত্য ও স্বচ্ছতা।’ সাদা রং পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতীক, যা রোগীদের মনে বিশ্বাস ও ভরসার জন্ম দেয়।
এছাড়াও আরও কিছু ব্যবহারিক দিক বিবেচনা করা হয়। হাসপাতালের ভিড়ে যাতে সহজেই চিকিৎসকদের চিহ্নিত করা যায়, তার জন্য সাদা অ্যাপ্রন বিশেষভাবে সহায়ক। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকদের খুঁজে বের করতে এই পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ধরনের অ্যাপ্রনে একাধিক পকেট থাকায় চিকিৎসকদের প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন—কলম, নোটপ্যাড, ছোটখাটো ঔষধপত্র ইত্যাদি বহন করতে সুবিধা হয়।
পোশাকের মাধ্যমে জীবাণু সংক্রমণের ঝুঁকি কমাতেও সাদা অ্যাপ্রন সহায়ক। বাইরে থেকে চিকিৎসকরা যে পোশাকে হাসপাতাল বা চেম্বারে আসেন, তাতে বিভিন্ন জীবাণু থাকার সম্ভাবনা থাকে। সাদা অ্যাপ্রন হাসপাতালে পরিধান করার ফলে রোগীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা হ্রাস পায়।
সব মিলিয়ে সাদা রং মানুষের মনকে শান্ত করে এবং রোগীরা এই রং দেখলে ভরসা অনুভব করেন। তবে বর্তমানে অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা নীল বা সবুজ রঙের পোশাক পরেন। এর প্রচলন শুরু হয় বিংশ শতাব্দীর গোড়ার দিকে।
১৯১৪ সালে এক চিকিৎসক লক্ষ্য করেন, রক্তের গাঢ় লাল রং থেকে হঠাৎ করে সাদা রঙের দিকে তাকালে অস্ত্রোপচারকারীদের চোখ ধাঁধিয়ে যেতে পারে এবং ক্ষণিকের জন্য দৃষ্টিবিভ্রম ঘটতে পারে। এই সমস্যা এড়াতে অপারেশন থিয়েটারে সবুজ এবং পরবর্তীতে নীল রঙের কাপড়ের ব্যবহার শুরু হয়।